পাবনার আটঘরিয়াতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৮:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / 114
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০:০৫ সন্ধা, ২২ জুন ২০২২
পাবনার আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে/২০২২ ফাইনাল খেলা গত বুধবার ২১ জুন আটঘরিয়া উপজেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আটঘরিয়া উপজেলা শিক্ষা অফিসার মোনতাকিমুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, সুলতান আহমেদ,
আয়শা সিদ্দিকা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক / শিক্ষিকা। খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সোহেল রানা ও সাকেরুল ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম।
নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী