ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- প্রকাশিত সময় ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 130
৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিশাল র্যালি।
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ অপরাহ্ন, ২৩ জুন ২০২২
ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র ইছাহক আলী মালিথা প্রমুখ।
পরে বিকালে নতুন বাস টার্মিনাল শহীদ মিনার থেকে এক বিশাল আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পাবনা-৪ আসনের সাংসদ নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র ইছাহক আলী মালিথা, সহসভাপতি মোঃ রশীদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মুরাদ মালিথাসহ আরো অনেকে।
স্কুলে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে জরিমানা আদায়! সাঁথিয়ায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ পাবনায় অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সততা সংঘের পুরুস্কার ও বৃত্তি প্রদান টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল নোয়াখালীতে লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভ : এক কিশোরীর বাল্য বিবাহ পন্ড পুঠিয়ায় ভ্যালু চেইন উপ প্রকল্পের স্মারক সাক্ষর ও মতবিনিময় সভা ঈশ্বরদীর ‘পাবনা রোডে’ অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথ বিভাগের অভিযান ‘স্বপ্নরাজ’কে ঘিরে স্বপ্ন নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী আজ থেকে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে