ঈশ্বরদী পৌরসভার ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা
- প্রকাশিত সময় ০৬:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / 140
নিজেস্ব প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬:০৫ অপরাহ্ন, ২৬ জুন ২০২২
ঈশ্বরদী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ৪৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার ২৬ জুন বিকাল সাড়ে ৩ টায় ঈশ্বরদী পৌরসভার মিলনায়তনে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ মডেল শহর গড়ার প্রত্যয়ে উন্মুক্ত বাজেট পেশ করা হয়।
বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। মেয়র ইছাহক আলি মালিথার এটি ২য় বাজেট ঘোষণা।
টিএলসিসি কমিটির (শহর সমন্ময় কর্ডিনেশন কমিটি) সহযোগিতায় এবং পৌরসভার আয়োজনে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে আয়ের খাত ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ৪৯৭ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে।
পৌরসভার হিসাব রক্ষক তাইবুর রহমান খাত ওয়ারী বিস্তারিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তব্যে পৌর মেয়র ইছাহক আলি মালিথা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে সকলের সহযোগীতায় ঈশ্বরদী পৌরসভাকে একটি আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ মডেল শহরে পরিণত করতে চাই। এছাড়াও তিনি পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।
ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সহ এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধিজন।
পুলিশ কনস্টেবল রাসেলের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ রাজিব সরকারের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার পলাতক ফাঁসির আসামি জাকারিয়া পিন্টু গ্রেফতার ঈশ্বরদীতে ডাকাতির চেষ্টাকালে ২১ মামলার আসামীসহ ২ ডাকাত আটক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক ও পটকা বাজি আটক করেছে পুলিশ বাঘায় জীবিত বাবাকে মৃত দেখিয়ে এতিমের টাকা উত্তোলন কুষ্টিয়ার কুমারখালীতে ফুসলিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ