ঈশ্বরদীর পদ্মা নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- প্রকাশিত সময় ০৫:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / 117
নিজেস্ব প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫:৫২ অপরাহ্ন, ২৮ জুন ২০২২
ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৮ জুন বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের সাগর হোসেন মিলন এর ছেলে।
নিহত সাব্বির পাকশীর রুপপুর বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে চররুপপুর জিগাতলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চার বন্ধু সাব্বির শিমুল শিহাব ও সাদ পদ্মার শাখা নদীতে গোসলের নামে। সাতার না জানায় সাব্বির পানিতে ডুবে যাচ্ছিল এটা দেখে শিমুল ও ছাদ তাকে উদ্ধার করতে গিয়ে ওরা দুইজনও পানিতে ডুবে যায়। স্থানীয়রা শিমুল ও চাঁদকে উদ্ধার করতে পারলেও পানিতে সাব্বির নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা নদীতে অভিযান চালিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে সাব্বিরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা সাব্বিরের মরা দেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্যাংককে তরুণ উদ্যোক্তা রাহাত হোসেন পল্লব পেলেন গ্লোবাল ইয়ুথ অন্ট্র্যাপ্র্যানারশীপ অ্যাওয়ার্ড ২০২২ দৈনিক স্বতঃকণ্ঠ’র বার্তা সম্পাদক মাহমুদা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল বহুল আলোচিত দীপা আত্মহত্যার ১২০ দিনেও রহস্য উম্মোচন হয়নি পাবনার চাটমোহরে থাপ্পর মেরে শিক্ষার্থীর কপাল ফাটালেন শিক্ষিকা জাকারিয়া পিন্টুকে জেলহাজতে পাঠিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিএনপি নেতা জাকারিয়া পিন্টু টেকনাফ থেকে র্যাবের হাতে গ্রেফতার সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী! ঈশ্বরদী পৌরসভার ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা পুলিশ কনস্টেবল রাসেলের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার পলাতক ফাঁসির আসামি জাকারিয়া পিন্টু গ্রেফতার