পাবনার ভাঙ্গুড়ায় অর্ধশতাধিক চায়না জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হলো
- প্রকাশিত সময় ০৫:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / 71
পাবনার ভাঙ্গুড়ায় অর্ধশতাধিক চায়না জাল আগুনে ভস্মিভূত করা হচ্ছে
স্টাফ রিপোর্টার (ভাঙ্গুড়া):
প্রকাশিত: ০৫:৫০ অপরাহ্ন, ২৯ জুন ২০২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী মৎস্য সংরক্ষণ আইনে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ভস্মিভূত করা হয়েছে।
মঙ্গলবার ২৮ জুন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বড়াল,গুমানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বড়াল ও গুমানী নদীতে বন্যার পানি আসায় এক শ্রেণির অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করে আসছিল।
মৎস্য জীবিরা নাম না বলার শর্তে জানান, চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব মাছ নিমেষেই ধরা পড়ায় হুমকির মুখে পড়ে দেশীয় প্রজাতির মাছ।
তাই উপজেলা প্রশাসনের নির্দেশে থানা পুলিশের সহায়তায় গত মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার নেতৃত্বে উপজেলার বড়াল -গুমানী নদীতে অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য উপজেলার চড় ভাঙ্গুড়া নদীর খেওয়া-ঘাটে জনসম্মুখে জব্দকৃত জাল ভস্মিভূত করা হয়। এ সময় উপজেলা স¤প্রসারণ মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম,গণমাধ্যম কর্মিবৃন্দ,মৎস্য অফিস ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যার আনুমানিক মূল্য প্রায় ৩লাখ টাকা।
ঈশ্বরদীর পদ্মা নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ব্যাংককে তরুণ উদ্যোক্তা রাহাত হোসেন পল্লব পেলেন গ্লোবাল ইয়ুথ অন্ট্র্যাপ্র্যানারশীপ অ্যাওয়ার্ড ২০২২ দৈনিক স্বতঃকণ্ঠ’র বার্তা সম্পাদক মাহমুদা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল বহুল আলোচিত দীপা আত্মহত্যার ১২০ দিনেও রহস্য উম্মোচন হয়নি পাবনার চাটমোহরে থাপ্পর মেরে শিক্ষার্থীর কপাল ফাটালেন শিক্ষিকা জাকারিয়া পিন্টুকে জেলহাজতে পাঠিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিএনপি নেতা জাকারিয়া পিন্টু টেকনাফ থেকে র্যাবের হাতে গ্রেফতার সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী! ঈশ্বরদী পৌরসভার ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা পুলিশ কনস্টেবল রাসেলের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ