ঈশ্বরদীর চরগড়গড়ীতে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৫:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / 155
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০০ অপরাহ্ন, ১ জুলাই ২০২২
ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ী ৪২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শুক্রবার ১জুলাই ভোর রাতে ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ী সাকিনস্থ মোঃ হাবিবুর রহমান হাবিব এর বসত বাড়ীর পিছন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত হলেন চরগড়গড়ী গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে মোঃ তুষার (৩৫)।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি মো. আতাউর খন্দকার বলেন, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে মোট ৭টি মাদক মামলাসহ অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ২০১৯ পেলেন ভূঞাপুরের ২ স্কাউট বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন আটঘরিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা বহুল আলোচিত দীপা আত্মহত্যার ১২০ দিনেও রহস্য উম্মোচন হয়নি জাকারিয়া পিন্টুকে জেলহাজতে পাঠিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিএনপি নেতা জাকারিয়া পিন্টু টেকনাফ থেকে র্যাবের হাতে গ্রেফতার সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী! ঈশ্বরদী পৌরসভার ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার পলাতক ফাঁসির আসামি জাকারিয়া পিন্টু গ্রেফতার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে অবৈধ বদলী বাণিজ্যের অভিযোগ