সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
- প্রকাশিত সময় ০৫:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / 96
বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫ অপরাহ্ন, ১ জুলাই ২০২২
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। নিহত সিয়াম উপজেলার পাতাড়ী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ও সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী স্কুলের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে নিহত সিয়াম সহ ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার দীঘিরহাটে পিকনিকের জন্য হাঁস কিনতে যায়। হাসঁ কিনে ফিরে আসার সময় নিশ্চিন্তপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যায়। এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় সে গুরতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েআসে। সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিয়ামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানার কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আল মাহমুদ।
ঈশ্বরদীর চরগড়গড়ীতে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ২০১৯ পেলেন ভূঞাপুরের ২ স্কাউট বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন আটঘরিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা বহুল আলোচিত দীপা আত্মহত্যার ১২০ দিনেও রহস্য উম্মোচন হয়নি জাকারিয়া পিন্টুকে জেলহাজতে পাঠিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী! ঈশ্বরদী পৌরসভার ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে অবৈধ বদলী বাণিজ্যের অভিযোগ