র্যাব কর্তৃক জাকারিয়া পিন্টুর নামে অপবাদের অভিযোগে বিএনপি’র প্রতিবাদ
- প্রকাশিত সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 96
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৮ অপরাহ্ন, ২ জুলাই ২০২২
শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের পর র্যাবের মিডিয়া উইং এর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরদীর বিএনপি। শনিবার (২ জুলাই) দুপুরে ব্রাদার্স ইউনিয়নের ক্লাবে ঈশ্বরদী উপজেলা এবং পৌর বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র একাংশের আহব্বায়ক আহসান হাবিব।
লিখিত বক্তব্যে পৌর বিএনপি’র যুগ্ম আহব্বায়ক এস এম ফজলুর রহমান অভিযোগ করেন, জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের পর র্যাবের মিডিয়া উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে সন্ত্রাসী বাহিনীর পৌষ্যকারী, চরমপন্থি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। র্যাবের ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে আমরা হতবাক, বাকরুদ্ধ ও হতভম্ব হয়েছি। র্যাবের বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখান করে তিনি বলেন, জাকারিয়া পিন্টু বিএনপি’র সম্মানিত জনপ্রিয় জননেতা।
এসময় সুপ্রিম কোর্ট আইনজীবি এসোসিয়েশনের বিএনপি নেতা এ্যাড. জামিল আক্তার এলাহী, পৌর বিএনপি’র যুগ্ম আহব্বায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সদস্য সচিব বিষ্ট সরকার, সদস্য সুমার খান, যুবদল নেতা জুয়েল জাকিরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে গত ২৫ জুন কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ জুন রবিবার ঢাকায় র্যাবের মিডিয়া উইং সংবাদ সম্মেলন করে। সোমবার (২৭ জুন) আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। ২০১৯ সালে এ মামলার রায়ে পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদন্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে দশ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। রায়ের পর জাকারিয়া পিন্টু এযাবত পলাতক ছিলেন।
পুলিশ হবে জনগণের প্রথমও শেষ ভরসাস্থল : আইজিপি ড. বেনজীর আহমেদ ঈশ্বরদীর চরগড়গড়ীতে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ২০১৯ পেলেন ভূঞাপুরের ২ স্কাউট বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন আটঘরিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা বাঘায় জ্বালানী তেল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনের ৭দিন করে কারাদণ্ড সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে অবৈধ বদলী বাণিজ্যের অভিযোগ উল্লাপাড়ায় যুব মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত