অন্য প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম ব্যবহার করে চাল বাজারজাতের অপরাধে ঈশ্বরদীর দুই চালকল মিল মালিককে জরিমানা
- প্রকাশিত সময় ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 136
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৫ #35, ১৪ জুন ২০২২
অন্য প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম ব্যবহার করে চাল বাজারজাতের অপরাধে দুই চালকল মিল মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে (ঈশ্বরদী-পাবনা মহাসড়কের) অরণকোলা হাড়োখালী মাঠ ও ঢুলটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাতের অপরাধে অরণকোলা হাড়োখালী মাঠের মল্লিক এগ্রো ফুড অটো রাইচ মিলের মালিক সাহাব উদ্দিন মল্লিক ওরফে নান্নু বিহারীকে ৫০ হাজার ও ঢুলটি এলাকার আল্লাহর দান এগ্রোফুড কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনকে একই অপরাধে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, নিজেদের উৎপাদিত চাল নিজ নামে প্যাকেটজাত না করে বাংলার স্পেশাল চাল, বিসমিল্লাহ অটো বাছাই বাসমতি, ভাই ভাই মিনিকেট, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট, গোলাপ ফুল মার্কা মিনিকেটসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাত করছিল চালকল মালিকরা।
এসময় ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন উপস্থিত
সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে - >-সমুদ্রভরা।অশ্রুজল
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ পাবনায় ‘অনন্য কথা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌসুমি ফলের স্বাদ নিল এতিম শিশুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু বনপাড়া পৌরসভায় সাড়ে ৪৩ কোটি টাকার ঘোষণা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী রাজু আহমেদ ধর্ষণ সংক্রান্ত বিচারের দায়িত্ব আদালতের না স্থানীয় প্রভাবশালীদের? পাবনার ফরিদপুরে আনসার-ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত