নোয়াখালীর চাটখিলে বিধবাকে ঘর দিলো স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন মানবিক সংঘ
- প্রকাশিত সময় ১০:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 99
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টোরঃ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ২ জুলাই ২০২২
নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের বহুল আলোচিত স্বেচ্চাসেবী সংগঠন খালিশপাড়া উদয়ন মানবিক সংঘ এক বিধবা অসহায় মহিলাকে ঘর করে পূর্ণবাসন করেছেন।
শুক্রবার বিকেলে চাটখিল উপজেলার খালিশপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের বিধবা স্ত্রী নূর বানুর কাছে এই ঘরটির আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় উদয়ন মানবিক সংঘের সভাপতি এম আই মনির ব্যপারী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্ঠা মাওলানা ইউনুছ পাটওয়ারী, মাওলানা নুরুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক অমলেশ ভট্রাচার্য পলাশ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, হাফেজ নুর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উদয়ন মানবিক সংঘের সভাপতি এম আই মনির ব্যপারী জানান, কয়েকমাস আগে খালিশপাড়া গ্রামের বৃদ্ধা নূর বানুর একটি ঝুপড়ি ঘরের মানবেতর জীবন যাপন দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে একটি নুতন ঘর করে দেওয়ার।
স্থানীয়রা সংগঠনটির এমন মহৎকাজের ভুয়সী প্রশংসা করছে।
পাবনার ভাঙ্গুড়ায় মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন>