কথার বাগানে নাইট কুইন ফুটেছে
- প্রকাশিত সময় ১২:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / 175
আরিফ আহমেদ সিদ্দিকী
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ন, ৩ জুলাই ২০২২
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী শারমিন কথা ইসলামের বাগানে ফুলের রানী নাইট কুইন ফুটেছে। দ্বিতীয়বারের মতো ফুলের রানীর আগমনে আবেগে আপ্লুত এই শিক্ষার্থী ও তার পরিবার। শুক্রবার বিকেলেই ফুল পরিস্ফ‚টিত হওয়ার বিষয়টি চোখে পড়ে বাগান পরিচর্যার সময়ে। সন্ধ্যা গড়াতেই সুগন্ধ আর ফুলের প্রকৃত আকৃতি ফুটে উঠে। সারারাত ছিল ফুটন্ত নাইট কুইনের স্থায়িত্ব।
মাস্টার্সের এই শিক্ষার্থী শারমিন কথা ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। সেই সূত্র ধরেই যোগাযোগ করা হয় তার সাথে। তিনি একজন ফুল ও বাগান প্রেমি। ছোট বেলা থেকেই বাগান ও ফুলের প্রতি তার আসক্তি। এটা নেশায় পরিণত হয়েছে। প্রচলিত অনেক ফুলসহ গাছ তার বাগানে বিদ্যমান।
তিনি বলেন, ৩ বছর আগে তার বাগানে স্থান পায় নাইট কুইন ফুলের চারা। শুরু করেন গভীর পরিচর্যা। তার ইচ্ছে সর্বোচ্চ শ্রম দিয়ে হলেও বাগানে তিনি নাইট কুইন ফুল ফোটাবেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে চারা রোপনের দুই বছরের মাথায় তিনি নাইট কুইন ফুল দেখতে পান। তিনি বলেন, চারা ও মিডিয়া ভালো হলে ১ থেকে সর্বোচ্চ ৩ বার ফুল আসে। গতবারে যখন তার বাগানে নাইট কুইন ধরা দেয় তখন গাছ ও টবসহ তিনি রুমে এনে রেখেছিলেন। সারারাত গেছে নির্ঘুম। ফুলটির সাইজ এতো বড় ছিল যে তার দুহাতেও সেটার পরিপূর্ণ রূপ ধরে রাখতে পারেননি।
শারমিন কথা ইসলাম বলেন, একটি মাত্র পাতার চারা থেকে গাছটি পরিচর্যায় বর্তমানে ৬ ফুট গাছে রূপান্তর হয়েছে। ইতোমধ্যে তিনি বেশ কিছু চারা তৈরী করে শুভাকঙ্খিদের বাগানে শোভাবর্ধনের জন্য দিয়েছেন। সঠিক পরিচর্যা আর দেখা শোনা করলে সুগন্ধি আর মুগ্ধকর নাইট কুইন প্রতিবছরে নিয়ম করে ফুল দিতে কার্পণ্য করে না।
শারমিন কথা ইসলাম এবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার বাড়ি পাবনা সদরের মালিগাছায় (মনোহরপুর বড় ব্রীজ সংলগ্ন)। তিনি সংস্কৃতিমনা আর লেখালেখিতে সম্পৃক্ত।
লেখক: সাংবাদিক
পাবনা
পুলিশ হবে জনগণের প্রথমও শেষ ভরসাস্থল : আইজিপি ড. বেনজীর আহমেদ উল্লাপাড়ায় যুব মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর চরগড়গড়ীতে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ২০১৯ পেলেন ভূঞাপুরের ২ স্কাউট বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন আটঘরিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা বাঘায় জ্বালানী তেল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনের ৭দিন করে কারাদণ্ড সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে অবৈধ বদলী বাণিজ্যের অভিযোগ