নাটোরের সিংড়ায় মসজিদের ভেতরে মুয়াজ্জিন রক্তাক্ত : অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার
- প্রকাশিত সময় ১০:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / 82
আহত বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কাশেম
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬অপরাহ্ন, ৩ জুলাই ২০২২
শনিবার রাত ও রবিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে আহত মুয়াজ্জিনের ভাতিজা সিংড়া থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২ জুলাই) মসজিদে মাসোয়ারা থাকায় বিকেল সাড়ে ৫টায় মসজিদে খাওয়া-দাওয়া করেন অভিযুক্ত মো. হাবিব আরমান (৩২) তাঁর ভাই আব্দুল হাকিম (২৭) ও বাবা মো. আব্বাস আলী (৭৫)।
মসজিদে খাবার পরে অপরিস্কার থাকায় মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিন তাঁদেরকে মসজিদ পরিস্কার করতে বলায় তাকে গালিগালাজ করে এবং ক্ষিপ্ত হয়ে ইটের আধলা দিয়ে মাথায় ও চোখে আঘাত করে রক্তাক্ত করেন অভিযুক্তরা। মুয়াজ্জিনের চিৎকারে তাঁর ভাই মো. আকবর আলী ছুটে এলে তাঁকেও মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহত মুয়াজ্জিনের ভাতিজা মো. আতিকুল ইসলাম শনিবার রাতে ৩ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ শনিবার রাতে ও রবিবার সকালে এ ঘটনার মূল অভিযুক্ত মো. হাবিব আরমান ও তাঁর বাবা মো. আব্বাস আলীকে গ্রেফতার করেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় “পুলিশের বন্ধু বঙ্গবন্ধু” স্থিরচিত্র গ্যালারীর উদ্বোধন রাজশাহী মাদকের রমরমা ব্যবসা সরগরম দালালরা, পুলিশের গোপন আঁতাত হাটে গরু বেশি, ভিড় থাকলেও বিক্রি কম ঈদকে উপলক্ষ্য করে বাজারে মসলার দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা শিক্ষক উৎপল, স্বপন বিশ্বাস, হৃদয় মন্ডল, শ্যামল কান্তি ভক্ত এবং বিষয়টা কি কাকতালীয়? কথার বাগানে নাইট কুইন ফুটেছে পুলিশ হবে জনগণের প্রথমও শেষ ভরসাস্থল : আইজিপি ড. বেনজীর আহমেদ উল্লাপাড়ায় যুব মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর চরগড়গড়ীতে ৪২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার