ঈদ ঘনিয়ে এলেও ব্যস্ততা নেই দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের
- প্রকাশিত সময় ০৮:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / 100
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ন, ৪ জুলাই ২০২২
একসময় হাঁতুরি আর লোহার টুং টাং শব্দে মুখরিত থাকতো কামার পাড়াগুলো। ঈদকে সামনে রেখে কামারদের দম ফেলার ফুসরত থাকতো না বিগত কোরবানির ঈদগুলোতে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত অবধি কামারশালায় টুংটাং শব্দ লেগেই থাকতো। কিন্তু এবার হারিয়েছে দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের সেই টুং টাং শব্দ। ঈদ ঘনিয়ে এলেও নেই ব্যস্ততার কোনো চিত্র।
উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগের মতো ব্যস্ততা নেই কামারদের। কয়েকটি কামারশালা খোলা থাকলেও নেই তেমন কাজের চাপ। ঈদকে ঘিরে নেই তাতের বাড়তি কোন প্রস্তুতিও। অল্পস্বল্প কামারদের কাজ চললেও বিক্রি নেই বললেই চলে।
জানা যায়, প্রতিবছর ঈদুল আজহার সময় কোরবানির গবাদিপশুর গোশত কাটার জন্য প্রচুর দা, চাপাতি, কুড়াল ও ছুরি, চাকুর প্রয়োজন হয়। এসব তৈরি করতে কামাররা বছরের এই সময় খুবই ব্যস্ত থাকেন। অথচ এবার অজ্ঞাত কারণে কামার পাড়ায় বিক্রির কোন প্রভাব নেই।
সরেজমিনে পৌরএলাকার সুজাপুর, কামারপাড়া, কাঁটাবাড়ী কামার পল্লীতে দেখা যায়, আগের মত ব্যস্ততা নেই কামারদের। সকল ব্যবসায়ীরা যেন ঝিমিয়ে ঝিমিয়ে সময় পার করছে।
কাঁটাবাড়ী কামারশালার পরিমল চন্দ্র রায়, কালি কান্ত রায়, কামার পাড়ার মানিক চন্দ্র রায় ও বিষ্ণু রায় জানান, অন্যান্য বছরের তুলনায় এবারে কোরবানির ঈদের তেমন কোন কাজ নেই। তারপরও লোহা ও কয়লার দাম অনেক বেড়ে গেছে।
সুজাপুরের সন্তোষ রায় বলেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় তিনি এমন কর্মহীন জীবণ আগে কখনই দেখেননি। নিয়মানুযায়ী এখন তার কাজের ব্যস্ততায় কথা বলার সময় থাকার কথা না। কিন্তু এবছর কি যে হয়েছে কোন ক্রেতায় নেই এখন পর্যন্ত। এসময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামত করার ভীড় থাকে। ঈদের আগের দিন পর্যন্ত চলে এ ব্যস্ততা। কিন্তু বর্তমানে চিত্র একেবারেই উল্টো।
কাঁবাড়ীর পরিমল চন্দ্র রায় বলেন, কোরবানীর আর বাকী আছে মাত্র কয়েকদিন। অথচ এবার ক্রেতার কোন আনাগোনায় নেই। এবার ব্যবসার কি যে হবে বুঝা যাচ্ছে না।
সুজাপুরের কামার বিষ্ণু রায় বলেন, এখনও সময় আছে। অন্যান্য বছর আগে থেকেই ক্রেতারা দোকানে ভিড় করত এবার যেহেতু এখনও ঈদের এক সপ্তহ বাকী আছে তাই হয় ব্যস্ততা বাড়বে ঈদের ২/৩ দিন আগে থেকে।
কথা হয় ক্রেতা বাদল আলীর সাথে। তিনি বলেন, ছুরি, বটি, দাঁ প্রতি বছর আর কিনতে হয়না। এবার চামড়া ছড়ানোর জন্য কয়েকটা চাকু লাগবে তাই চাকু ক্রয় করতে এসেছি।
ক্রেতা মো. ফারুক হোসেন বলেন, সব জিনিসের প্রয়োজন নেই। আগেই যা বানিয়েছি সেইসব জিনিস ঠিক ঠাক এবং ধার করতে কামারের কাছে এসেছি।
শাহজাদপুরে দলীয় কোন্দলের জেরে যুবদল নেতা কোপালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকে এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল–সাহাবুদ্দিন চুপ্পু পাবনার সাঁথিয়ায় জাল দলিলসহ ভুয়া কাগজপত্র তৈরী করে ৫২ বিঘা জমি দখলের অপচেষ্টা! শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় “পুলিশের বন্ধু বঙ্গবন্ধু” স্থিরচিত্র গ্যালারীর উদ্বোধন রাজশাহী মাদকের রমরমা ব্যবসা সরগরম দালালরা, পুলিশের গোপন আঁতাত হাটে গরু বেশি, ভিড় থাকলেও বিক্রি কম ঈদকে উপলক্ষ্য করে বাজারে মসলার দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা শিক্ষক উৎপল, স্বপন বিশ্বাস, হৃদয় মন্ডল, শ্যামল কান্তি ভক্ত এবং বিষয়টা কি কাকতালীয়? কথার বাগানে নাইট কুইন ফুটেছে পুলিশ হবে জনগণের প্রথমও শেষ ভরসাস্থল : আইজিপি ড. বেনজীর আহমেদ