পাবনার চাটমোহরে ঘরের গর্ত থেকে ৪০টি গোখড়া সাপের বাচ্চা উদ্ধার
- প্রকাশিত সময় ০৯:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / 69
উদ্ধারকৃত ৩২টি বিষধর গোখড়া সাপের বাচ্চা।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ন, ৪ জুলাই ২০২২
পাবনার চাটমোহরে এক গৃহিনীর ঘর থেকে এক এক করে বের করা হলো ৩২টি বিষধর গোখড়া সাপের বাচ্চা।
সোমবার (৪ জুলাই) সকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের মৃত চান্দু মিয়ার বাড়িতে এমন ঘটনা ঘটে। সাপের বাচ্চা উদ্ধার হওয়ার পরে বড় দুটি গোখড়া সাপ পালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মনে আতংক সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক মৃত চান্দু মিয়ার স্ত্রী মাজেদা খাতুন জানান, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার বসত ঘরের মধ্যে এবং ঘরের আশে পাশে বড় বড় সাপের খোলস (খোশা) পড়ে আছে। আজ সোমবার ভোরে ঘুম থেকে উঠে দড়জা খুলে বাইরে বের হতেই দেখি বিশাল বড় একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন আমি সাপ সাপ বলে চিৎকার দিলে সাপটি পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা এসে আমার ঘরের ডোয়ায় গর্ত দেখে সাবল দিয়ে মাটি খুঁড়তে থাকে। এরপর সেই ডোয়ার একাধিক গর্ত থেকে একে একে বের হতে থাকে গোখড়া সাপের বাচ্চা।
সর্বশেষ বিকেল পর্যন্ত ঘরের গর্ত খুঁড়ে ৪০টি বিষাক্ত গোখড়া সাপের বাচ্চা উদ্ধার করে একটি মাটির পাতিলে রাখা হয়েছে।
ঈদ ঘনিয়ে এলেও ব্যস্ততা নেই দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের শাহজাদপুরে দলীয় কোন্দলের জেরে যুবদল নেতা কোপালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকে এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল–সাহাবুদ্দিন চুপ্পু পাবনার সাঁথিয়ায় জাল দলিলসহ ভুয়া কাগজপত্র তৈরী করে ৫২ বিঘা জমি দখলের অপচেষ্টা! শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় “পুলিশের বন্ধু বঙ্গবন্ধু” স্থিরচিত্র গ্যালারীর উদ্বোধন রাজশাহী মাদকের রমরমা ব্যবসা সরগরম দালালরা, পুলিশের গোপন আঁতাত হাটে গরু বেশি, ভিড় থাকলেও বিক্রি কম ঈদকে উপলক্ষ্য করে বাজারে মসলার দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা শিক্ষক উৎপল, স্বপন বিশ্বাস, হৃদয় মন্ডল, শ্যামল কান্তি ভক্ত এবং বিষয়টা কি কাকতালীয়? কথার বাগানে নাইট কুইন ফুটেছে