কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে
শাহজাদপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
- প্রকাশিত সময় ০২:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / 181
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ অপরাহ্ন, ৫ জুলাই ২০২২
শাহজাদপুরে বিএনপি’র অভ্যন্তরীন কোন্দলের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা’কে কুপিয়ে জখম করার ঘটনার দায় আওয়ামীলীগের উপর চাপিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক এড. শেখ আব্দুল হামিদ লাবলু।
তিনি বলেন, গত ০২ জুলাই শনিবার দুপুরে বিএনপি’র অভ্যন্তরীন কোন্দলের জের ধরে পৌর এলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের জেলা পরিষদ ভবন সংলগ্ন সড়কে প্রকাশ্য দিবালোকে পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজলের নেতৃত্বে তার বাহিনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা’কে উপর্যুপরি কুপিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় মাসুদ রানা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে একই দিন (০২ জুলাই) সিরাজগঞ্জ জেলা যুবদলেরর সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ও রীতিনীতি ভঙ্গ করার অভিযোগে মাহমুদুল হাসান সজল’কে পৌর যুবদলের আহবায়ক পদ ও সাধারণ সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করেন। অথচ গত ০৩ জুলাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে মাসুদ রানা’কে সরকার দলীয় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে বলে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া বর্বরচিত হামলার ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মাসুদ রানা’র উপর হামলা ও তাকে গুরুত্বর আহত করার ঘটনা বর্তমান সরকারে চলমান হিংসাশ্রয়ী ও সন্ত্রাসনির্ভর রাজনীতিরই বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ লাবলু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের এহেনও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দাবি করেন, মাসুদ রানা’কে জখম করার ঘটনা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের ফল। তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি আব্দুল কাদের ও স্বপন সরকার, যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, ভিপি আব্দুর রহিম, আব্দুল আওয়াল, কোরবান আলী, রাজীব শেখ প্রমূখ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বজনদের ঠিকানা ভুল : বাড়ি যেতে পারছে না ৯ মানসিক রোগী ঈদ ঘনিয়ে এলেও ব্যস্ততা নেই দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের শাহজাদপুরে দলীয় কোন্দলের জেরে যুবদল নেতা কোপালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফেনীর নেওয়াজপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, আটক ১ পাবনায় বরীন্দ্র- নজরুল জয়ন্তী উপলক্ষ্যে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু নাটোরের সিংড়ায় মসজিদের ভেতরে মুয়াজ্জিনকে রক্তাক্ত করায় অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার! এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল–সাহাবুদ্দিন চুপ্পু পাবনার সাঁথিয়ায় জাল দলিলসহ ভুয়া কাগজপত্র তৈরী করে ৫২ বিঘা জমি দখলের অপচেষ্টা! শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় “পুলিশের বন্ধু বঙ্গবন্ধু” স্থিরচিত্র গ্যালারীর উদ্বোধন