সিরাজগঞ্জের সলঙ্গায় রান্নায় ভেজাল মসলা : কারখানা সীলগালা, ৫০ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / 47
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ অপরাহ্ন, ৫ জুলাই ২০২২
রান্নায় ব্যবহার হচ্ছে লাল রং, ময়দা, চালের গুঁড়া,ধানের গুঁড়া, সোডা, পচাঁ মরিচ, পচা হলুদ মেশানো হলুদ-মরিচ, সজের মসলার গুঁড়া। আর এসব মশলার একটি বড় অংশ ব্যবহার হচ্ছে সামাজিক ভোজের অনুষ্ঠান মেজবানে। এছাড়া বিয়ে, জন্মদিনসহ যে কোনো অনুষ্ঠানেও মসলা সরবরাহ করা হয়। এর বাইরে খুচরা ও পাইকারীভাবেও হলুদ-মরিচ গুঁড়াসহ মসলা বিক্রি হয়।
বিভিন্ন ব্র্যান্ডের নামে চটকদার মোড়কে বা খোলা বাজারে মানুষকে আকৃষ্ট করে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে এসব ভেজাল মসলা খাওয়াচ্ছেন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া এলাকায় আব্দুল খালেকের কারখানয় মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানায় রং মেশানো এবং নোংরা পরিবেশে ময়লা পানিতে সয়লাব হয়ে যাওয়া হলুদ-মরিচের গুঁড়া মসলার প্রমাণ পেয়েছে। ২০ বস্তা মরিচ,হলুদ ও সজের গুঁড়া জব্দ করে ধংস করে, ৫০ হাজার টাকা জরিমান ও কারখানা কারখানা সীলগালা করা হয়েছে।
রং মেশানো, পচাঁ মরিচ, হলুদ ও সজ দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সজের গুঁড়া তৈরীর অভিযোগে আদালত একটি প্রতিষ্ঠানকে সীলগালা ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন।
ভ্রাম্যমান আলাদত পরিচালনা করেন ভোক্তা অধিকার সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি। এসময় পুলিশ, সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মেজবানের মাংসে যেহেতু বেশি মসলা লাগে তাই আয়োজকরা এসব ছোট কারখানা থেকে খোলা মসলা সংগ্রহ করেন। কিন্তু রং মেশানো এসব ভেজাল মসলা মানুষের স্বাস্থ্যের চরম ক্ষতি করছে। তারপর আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই সব অসাধু ব্যবসায়ীর ভেজাল দ্রব্য তৈরী করে বাজারে বিক্রি করতো। আমরা খবর পেয়ে কারখানায় গিয়ে দেখি পচাঁ হলুদ, মরিচ ও সজ দিয়ে সাথে বিষাক্ত লাল রং, সেমাই, ময়দা, চালের গুঁড়া,ধানের গুঁড়া, সোডা, এসব মসলার গুঁড়া তৈরী হচ্ছে। পরে জব্দকৃত আলামত ধংসকরি, ৫০ হাজার টাকা জরিমান ও কারখানা কারখানা সীলগালা করা হয়েছে।
আগামী দিনে দেশকে এগিয়ে নিতে শিল্প-সংস্কৃতির বিকল্প নেই – এমপি প্রিন্স কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে
শাহজাদপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনস্বজনদের ঠিকানা ভুল : বাড়ি যেতে পারছে না ৯ মানসিক রোগী সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত আটঘরিয়ায় আত্রাই খালের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ঈশ্বরদীর সাহারা ব্রেড অ্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগ –
মালিককে ২০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরেরঈদ ঘনিয়ে এলেও ব্যস্ততা নেই দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের শাহজাদপুরে দলীয় কোন্দলের জেরে যুবদল নেতা কোপালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফেনীর নেওয়াজপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, আটক ১ পাবনায় বরীন্দ্র- নজরুল জয়ন্তী উপলক্ষ্যে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু