পাবনায় ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- প্রকাশিত সময় ০৯:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / 49
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৯ অপরাহ্ন, ৫ জুলাই ২০২২
পাবনার বেড়া উপজেলা আমিনপুরে একটি ডোবা থেকে ছাবিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে আমিনপুরের রুপপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে আমিনপুর থানা পুলিশ।
নিহত ছাবিনা একই ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে। আর আটককৃত স্বামী শিপন শেখ (৩৮) পাশবর্তী হাটখালি ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে। নিহত গৃহবধুর তিন সন্তানের জননী। বছর দশেক আগে তাদের বিয়ে হয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, গত ৪ জুলাই রাত থেকে সাবিনার কোন খোঁজ পাচ্ছিলোনা পরিবারের সদস্যরা। আজকে সকালে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের স্বজনের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে সম্প্রতি একটি পশু বিক্রির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। একারণে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শিপনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াাধীন।
রাজশাহীর আদালতে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির দায়ে ৩ বছর কারাদন্ড সিরাজগঞ্জের সলঙ্গায় রান্নায় ভেজাল মসলা : কারখানা সীলগালা, ৫০ হাজার টাকা জরিমানা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে
শাহজাদপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনআগামী দিনে দেশকে এগিয়ে নিতে শিল্প-সংস্কৃতির বিকল্প নেই – এমপি প্রিন্স পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ স্বজনদের ঠিকানা ভুল : বাড়ি যেতে পারছে না ৯ মানসিক রোগী সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত আটঘরিয়ায় আত্রাই খালের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ঈশ্বরদীর সাহারা ব্রেড অ্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগ –
মালিককে ২০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরেরঈদ ঘনিয়ে এলেও ব্যস্ততা নেই দিনাজপুরের ফুলবাড়ীর কামারদের