জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে নিহত
- প্রকাশিত সময় ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / 97
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২
গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শিনজো আবে মারা গেছেন বলে জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় শিনজো আবেকে। তাঁর অবস্থা সংকটাপন্ন ছিল।
জাপানের স্থানীয় গণমাধ্যম এনএইচকের খবর বলছে, পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস বলছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।
ভিডিও
টুইটার ভিডিও ফুটেজ
লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক শাহজাদপুরে রোপা-আমন ধানের বীজ বিতরণ ও ফলমেলা ভাঙ্গুড়ায় হাট-বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ উপজেলা প্রশাসনের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে পোষ্ট করায় স্কুলছাত্রীর আত্নহত্যার চেষ্টা বড়াইগ্রামের নগর ইউনিয়নে ২৭০০জনকে ভিজিএফ চাল বিতরণ সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফ’র দিনব্যাপী মতবিনিময় সভা নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন আটঘরিয়ায় তিন দিনব্যাপী ফলমেলার আজ শেষদিন সাঁথিয়ায় হোরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-২ পাবনায় ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার