ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / 108

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল


কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামে গড়াই নদের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছোটভাই মাহবুর রহমান ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ বøক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে বাইরে থেকে ‘আসছি’ বলে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কোথাও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি করে তাঁর পরিবার। আজ দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে মরদেহ ভেসে ওঠে। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করে।

সাংবাদিক রুবেল
সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ

এ বিষয়ে নিহতের ছোট ভাই মাহবুবুর রহমান বলেন, ‘ভাইকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।’

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

পাবনা ঈশ্বরদী নৌ পুলিশের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটা রশির মতো দাগ রয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে কারণ বলা যাবে।’

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ


কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল


কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামে গড়াই নদের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছোটভাই মাহবুর রহমান ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ বøক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে বাইরে থেকে ‘আসছি’ বলে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কোথাও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি করে তাঁর পরিবার। আজ দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে মরদেহ ভেসে ওঠে। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করে।

সাংবাদিক রুবেল
সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ

এ বিষয়ে নিহতের ছোট ভাই মাহবুবুর রহমান বলেন, ‘ভাইকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।’

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

পাবনা ঈশ্বরদী নৌ পুলিশের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটা রশির মতো দাগ রয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে কারণ বলা যাবে।’

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ