সাঁথিয়ার করমজা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, চেয়ারম্যান পদে ৪ প্রার্থী
- প্রকাশিত সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / 86
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২
পাবনার সাঁথিয়া উপজেলাধীন করমজা ইউপি নির্বাচনের গতকাল শুক্রবার(০৮ জুলাই) চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারণ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের শেষ দিন ছিল।
শেষদিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ১২ জন, সাধারণ আসনে ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক।
চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি( প্রতিক নৌকা), স্বতন্ত্র প্রার্থীরা হলেন রইচ উদ্দিন (ঘোড়া প্রতিক), শামসুর রহমান শেখ (আনারস প্রতিক), ফিরোজ হোসেন( মোটর সাইকেল প্রতীক)।
এছাড়াও সংরক্ষিত আসনে ১২জন, সাধারণ আসনে ৪২জনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে নিহত ঈশ্বরদীতে নিয়ন্ত্রন হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল রূপপুর পারমাণবিকের গাড়ী লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক শাহজাদপুরে রোপা-আমন ধানের বীজ বিতরণ ও ফলমেলা ভাঙ্গুড়ায় হাট-বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ উপজেলা প্রশাসনের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে পোষ্ট করায় স্কুলছাত্রীর আত্নহত্যার চেষ্টা বড়াইগ্রামের নগর ইউনিয়নে ২৭০০জনকে ভিজিএফ চাল বিতরণ সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফ’র দিনব্যাপী মতবিনিময় সভা নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন