চাটখিলে শেষদিকে জমে উঠেছে ঈদুল আজহার পশুর হাট
- প্রকাশিত সময় ১১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / 89
স্টাফ রিপোর্টোর, চাটখিল
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ন, ৮ জুলাই ২০২২
মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের অন্যতম পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে চাটখিলের সর্ববৃহৎ গরু-ছাগলের হাট।
শুক্রবার ৮জুলাই নোয়াখালী জেলার চাটখিল উপজেলা খিলপাড়া হাইস্কুলের মাঠে প্রতি বছরের মত এবার ও গরু ছাগলের হাট বসেছে। এটি চাটখিল উপজেলার সর্ববৃহৎ গরু ছাগলের হাট। সকাল ১১ টা থেকে পাইকাররা গরু ছাগল নিয়ে হাটে আসেন। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার ভীড় লক্ষ্য করা যায়। ক্রেতারা দেখে শুনে তাদের পছন্দের পশু কিনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং, কিনে নিয়ে যাচ্ছেন তাদের পচন্দের পশু।
মানুষের রয়েছে ছোট বড় পশুর চাহিদা, তার মধ্যে অংশ বিষয় কোরবানির কারণে বড় গরু চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে। এবং যথেষ্ট চাহিদা ও রয়েছে।
পশু কিনতে আসা ক্রেতারা জানান, এখন লাখ এর নিছে গরু কেনা যাচ্চে না। আজ ক্রেতা বিক্রেতার দামের কষাকষি মাধ্যমে চলছে বেচাকেনা, এবং ক্রেতা কিনে নিচ্ছেন তাদের পছন্দের পশু। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনার হিড়িক।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ক্ষমতা হারানোর প্রধান ৫টি কারণ ক্যান্সারে আক্রান্ত শর্মিলী আহমেদ মারা গেছেন দক্ষিণে বিনিয়োগের জোয়ার সৃষ্টি করেছে পদ্মাসেতু ‘শেখ হাসিনা আছেন বলেই জনগণ সুখে-শান্তিতে আছেন’-ভাঙ্গুড়ায় এমপি মকবুল হোসেন বাঘায় আগের দিন জিডি পরের দিন স্কুল ছাত্রের লাশ উদ্ধার সাঁথিয়ার করমজা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, চেয়ারম্যান পদে ৪ প্রার্থী কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে নিহত ঈশ্বরদীতে নিয়ন্ত্রন হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল রূপপুর পারমাণবিকের গাড়ী লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক