শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে বাড়ি ছেড়ে পালিয়েছেন

- প্রকাশিত সময় ০৩:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / 114
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ অপরাহ্ন, ৯ জুলাই ২০২২, আপডেট: রাত ০৯:২০
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রতিরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বলে ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে।
ভঙ্গুর অর্থনীতি এবং জ্বালানির তীব্র সংকটের মধ্যে শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল দিন দিন। সপ্তাহখানেক হলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। আজ টেলিভিশনের ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছিল। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল।
সরকারের প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র জানায়, প্রেসিডেন্টকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। কিন্তু তাদের রোধ করা যায় নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।
জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দাম, স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ–প্রতিবাদ। আর উত্তাল বিক্ষোভ ঠেকাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় গতকাল শুক্রবার জারি করা হয়েছে কারফিউ।
সরকারবিরোধী তুমুল বিক্ষোভে গতকাল উত্তাল ছিল কলম্বো। দেশটির হাজারো ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। আজ শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছিলেন। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করে শ্রীলঙ্কা সরকার।
আজ সেই কারফিউয়ের মধ্যেই বিক্ষোভের ফলে প্রেসিডেন্ট ভবন ছেড়ে অজ্ঞাতস্থানে চলে গেলেন।
তিনি এখন ঠিক কোথায় আছেন তা পরিষ্কার করে জানা যাচ্ছে না বলে জানায় বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ”প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”
‘‘তিনি এখনো দেশের প্রেসিডেন্ট, তাই সেনাবাহিনী তার সুরক্ষা দেবে।”
প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর এবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও ঢুকে পড়েছে বলে জানায় বিবিসি।
এদিকে ‘নাগরিকদের নিরাপত্তায়’ প্রয়োজনে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার বিকালের দিকে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে তার দলের নেতাদের পদত্যাগের কথা জানিয়েছেন।
ঈদ উপলক্ষ্যে দরিদ্র ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি প্রিন্স চাটখিলে শেষদিকে জমে উঠেছে ঈদুল আজহার পশুর হাট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ক্ষমতা হারানোর প্রধান ৫টি কারণ ক্যান্সারে আক্রান্ত শর্মিলী আহমেদ মারা গেছেন দক্ষিণে বিনিয়োগের জোয়ার সৃষ্টি করেছে পদ্মাসেতু ‘শেখ হাসিনা আছেন বলেই জনগণ সুখে-শান্তিতে আছেন’-ভাঙ্গুড়ায় এমপি মকবুল হোসেন বাঘায় আগের দিন জিডি পরের দিন স্কুল ছাত্রের লাশ উদ্ধার সাঁথিয়ার করমজা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, চেয়ারম্যান পদে ৪ প্রার্থী কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে নিহত