রাণীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
- প্রকাশিত সময় ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / 98
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৫ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২২
নওগাঁ রাণীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। রবিবার (১০ জুলাই) বিকেল ৬ টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী শিপন বেগম।
নিহত পুলিশ সদস্য শাহিন আলম রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসাবে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহিন একজন পুলিশ সদস্য। ঈদের ছুটিতে বাড়িতে আসেন সে। রবিবার ঈদের দিন বিকেলে শাহিন আলম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর থেকে বোনের বাড়িতে বান্দাইখাড়ায় কুরবানীর মাংস নিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাই দিক থেকে দ্রুত গতিতে আস একটি মোটরসাইকেল শাহিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়।
এ সময় স্থানীয় লোকজন, রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তার স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গর্ভপাতের অধিকারের দাবিতে হোয়াইট হাউজ অভিমুখে বিশাল পদযাত্রা দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত ঈদে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত নওগাঁর রাণীনগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রহিদুল ইসলাম গ্রেফতার আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষ্যে দরিদ্র ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি প্রিন্স চাটখিলে শেষদিকে জমে উঠেছে ঈদুল আজহার পশুর হাট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ক্ষমতা হারানোর প্রধান ৫টি কারণ দক্ষিণে বিনিয়োগের জোয়ার সৃষ্টি করেছে পদ্মাসেতু সিংড়ায় রিয়াদ কফি হাউজের উদ্বোধন