রাশিয়ার গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ হলে ইউরোপে কী হবে
- প্রকাশিত সময় ০১:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / 97
আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২২
বার্ষিক সংস্কার কাজ শুরু হওয়ায় রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম-১-এর মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আগামী ১০ দিন পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধ ও বৈশ্বিক নিষেধাজ্ঞার জেরে এই মেয়াদ আরও বাড়তে পারে বলে ধারণা করছে জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশ। খবর রয়টার্সের।
বন্ধের মেয়াদ আরও বাড়লে জার্মানিতে বাজে প্রভাব পড়তে পারে। এ কারণে দেশটির সরকারের নীতিনির্ধারকরা দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছেন। বলা হচ্ছে, রাশিয়া যদি স্থায়ীভাবে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে জার্মানিতে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। এছাড়া, দেশটিতে চাকরিচ্যুতি, বেকারত্ব, রাসায়নিক, ইস্পাত, কাঁচ, কাগজ এবং খাদ্য বা চীনামাটির বাসন উৎপাদন শিল্পে ক্ষতিকর প্রভাব পড়বে।
একই সঙ্গে ইউরোপের দেশগুলোও বিপর্যস্ত হতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে ইউরোপে আসন্ন শীতকালীন মৌসুমে গৃহীত একাধিক পরিকল্পনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সেই সঙ্গে চলমান গ্যাস সংকট আরও বাড়বে। ফলে বিভিন্ন দেশের সরকারকে মূল্যবৃদ্ধিসহ অন্যান্য উদ্যোগ নিতে হবে এবং এর নেতিবাচক প্রভাব গ্রাহকদের ওপর এসে পড়বে। অর্থাৎ শীতকালীন মৌসুম সামাল দেয়া চ্যালেঞ্জিং হয়ে উঠবে।
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, ছুরিকাঘাতে আহত ১
কানাডায় মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন একসময়ের মডেল-অভিনেত্রী তিন্নি পাবনায় ঈদের অজুহাতে অনুপস্থিত চিকিৎসকগণঃ পরিদর্শনে ক্ষুব্ধ এমপি প্রিন্স পাবনা সদরের ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়ায় দুই বাস ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, ২০ জন আহত দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের ছাদ ঢালাই উদ্বোধন রাণীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত গর্ভপাতের অধিকারের দাবিতে হোয়াইট হাউজ অভিমুখে বিশাল পদযাত্রা দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত ঈদে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত নওগাঁর রাণীনগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রহিদুল ইসলাম গ্রেফতার