বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড
- প্রকাশিত সময় ১০:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / 121
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ১২ জুলাই ২০২২
ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে বদলিজনিত বিদায় নিলেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শেখ আলাউল ইসলাম।
মঙ্গলবার (১২ জুলাই) ভূঞাপুরে তার শেষ কর্ম দিবসে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বদলিজনিত কারণে তিনি ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলায় যোগদান করবেন।
স্থানীয়রা জানান, ভূঞাপুরে যোগদান করার পর ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছিলেন। তার এ সাহসী উদ্যোগের কারণে অফিস হয়েছে দুর্নীতিমুক্ত। ভূমি সংক্রান্ত সমস্যা অনেকটা তুলনামূলকভাবে সহজ হয়েছে।
এ বিষয়ে সেবা দেয়ার ক্ষেত্রে সেবাগ্রহীতাদের জন্য ব্যবস্থা করে ছিলেন হেল্পডেস্ক, ভূমি বিষয়ে জানার জন্য ব্যবস্থা করেছেন বিলবোর্ড, ফেস্টুন, ফ্ল-চার্ট সহ বিভিন্ন চিত্রাবলী। ফলে সাধারণ জনগণ ভূমি বিষয়ে অন্যের কাছে সাহায্য না নিয়ে নিজে নিজেই ভূমি সংক্রান্ত সমস্যায় পড়লে করণীয় কি সে বিষয়ে অগ্রসর হতে পারছে। যার ফলে নামজারি নথিসহ বিভিন্ন রেজিস্টার সুন্দরভাবে সজ্জিত করে রাখা সম্ভব হয়েছে সরেজমিন উক্ত অফিসে গেলে উপরোক্ত চিত্রাবলী দৃষ্টিগোচর হয়।
এ সময় উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে আলাপকালে একজন বলেন, এসিল্যান্ড স্যার ভূমি বিষয়ে যেসব সেবা প্রদান করেছেন তা সত্যিই অতুলনীয়। উনার মেধা, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে এই অফিসের আশপাশে দালাল চক্রের হাত থেকে সাধারণ জনগণ মুক্তি পেয়েছে। আমরা সাধারণ জনগণ ভূমি বিষয়ে অতি সহজেই সেবা গ্রহণ করতে পারছি। আমাদের সেবার জন্য স্যার যে কাজ করেছেন তা অন্য কোন এসিল্যান্ড এমন উদ্যোগ নেননি বলে তারা জানান।
আমরা ভূঞাপুর উপজেলাবাসী উনার কাছে কৃতজ্ঞ থাকব। উনার বিদায়ে আমরা একজন পরিশ্রমী কর্মকর্তাকে হারালাম। পাশে উপস্থিত অন্য একজন বলেন, স্যারের এমন উদ্যোগের কারণে আমাদের মত সাধারণ জনগণ যেমন লাভবান হয়েছে তেমনি ক্ষতি হয়েছে কিছু দালাল চক্রের।
নিয়মিত দায়িত্বের বাইরেও তিনি বিগত কয়েক দিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করেন। উদ্ধার করেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বেদখল সরকারি জমি। এছাড়া সকল মানবিক কাজে তার ব্যাপক অংশগ্রহণ থাকায় সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেন।
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউল ইসলাম বলেন, ভূঞাপুরে নিয়মিত দায়িত্বের বাইরে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিরোধ, সমস্যা ও জটিলতা দূর করার চেষ্টা করেছি। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ, উপজেলা ও জেলা প্রশাসনসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। বদলিজনিত কারণে ঢাকা জেলায় কেরানীগঞ্জ উপজেলায় যোগদান করার আগে ভূঞাপুরে ভালবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। মানুষের ভালবাসা আমাকে সঠিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।
সাঁথিয়ায় বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল দিগন্ত প্রসারীতে যুক্ত হল পাঠাগার,বই পড়া যাবে মাত্র ১০ টাকায় চাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন কুমারখালীতে চেয়ারম্যানের নির্দেশে টিকিট বিক্রি, র্যাফেল ড্র বিকেলে জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর! সিরাজগঞ্জ র্যাব-১২’র ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়ার গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ হলে ইউরোপে কী হবে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, ছুরিকাঘাতে আহত ১
কানাডায় মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন একসময়ের মডেল-অভিনেত্রী তিন্নি