বাঘায় ট্রেনে কাটা যুবকের পরিচয় মিলেনি এখনও
- প্রকাশিত সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / 86
বাঘা(রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২২
রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা অজ্ঞাত (২০) যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ। দুইদিনেও ওই লাশের সন্ধান ও পরিচয় মেলেনি।
বুধবার (১৩ জুলাই) ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলাম নামে একটি ইসলামিক সংস্থার উদ্দ্যোগে লাশ দাফন করার সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮ টার দিকে বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত যুবকের দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
এ বিষয়ে আড়ানী রেলওয়ে স্টেশন মাষ্টার সদরুল হোসেন জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ২৪টি ট্রেন রাজশাহীতে যাওয়া-আসা করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গিয়ে দ্বিখন্ড লাশ দেখতে পায়।পরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না
তদন্ত শেষে বুধবার আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার উদ্দ্যোগে লাশ দাফন করার সিন্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে বুধবার দুপুর দেড়টা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি বলে জানান পুলিশ। তার কাছে একটি ভাঙ্গা মোবাইল,কিছু ছেঁড়া জামা-কাপড় পাওয়া গেছে।
ঈশ্বরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
পাবনার আটঘরিয়ায় পাটক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড সাঁথিয়ায় বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শামসুল হক টুকু আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল দিগন্ত প্রসারীতে যুক্ত হল পাঠাগার,বই পড়া যাবে মাত্র ১০ টাকায় চাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন কুমারখালীতে চেয়ারম্যানের নির্দেশে টিকিট বিক্রি, র্যাফেল ড্র বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২’র ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার