ঈদ আড্ডায় জনতার ভীড়ে মুখরিত চলনবিল
- প্রকাশিত সময় ০৬:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / 203
তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২২
সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশে ঈদ আড্ডায় জনতার ভীড়ে মুখরিত চলনবিলের পর্যটন কেন্দ্র গুলো। ঈদের ৩য় দিন ১২ জুলাই মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রীজে ও নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা ব্রীজ এলাকার বিলে রঙ্গিন সাজে সজ্জিত নৌকার মেলা। শত শত ডিজে নৌকা নিয়ে যুবক ছেলেদের একই ষাকে পরিধানকৃত আড্ডা। কেউ বা পরিবারসহ বিলের হিমেল হাওয়ার স্পর্শ নিতে আসা,কেউ বা বন্ধু বান্ধবিদের সাথে নিয়ে অথবা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসায় মুখরিত হয়েছে চলনবিল।
ঈদের দিন থেকে শুরু করে প্রতি নৌকায় ডিজে সাউন্ডের বিভিন্ন গানে চলনবিলের মানুষ আনন্দে উল্লাসিত হয়েছে। বিলে পানি কম থাকায় বিলে অবস্থিত বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোতে যেতে না পারায় বিলসা ব্রীজ ও কুন্দইল ব্রীজে বেশি লোকজনের সমাগম হয়েছে। আনন্দে আনন্দে পুর্ণতা পেয়েছে ভ্রমণপিপাসুদের।
এব্যাপারে সগুনা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, ঈদের দিন থেকে শুরু করে যে পর্যন্ত জনগন আমাদের এই ব্রীজে এসেছেন তাতে আমিসহ আমার এলাকার জনগন অনেক আনন্দ পেয়েছে। আমি চেষ্টা করবো এখানে বিনোদনের উন্নয়ন ঘটানোর জন্য। তবে সরকারের কাছে আমার আবেদন এই ব্রীজ এলাকার দুই পার্শ্বে যেন ছাতা করে বসার ব্যবস্থা করে তাহলে জনগন অনেকটা আরাম পাবে।
বাঘায় ট্রেনে কাটা যুবকের পরিচয় মিলেনি এখনও ঈশ্বরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
পাবনার আটঘরিয়ায় পাটক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড সাঁথিয়ায় বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শামসুল হক টুকু আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল দিগন্ত প্রসারীতে যুক্ত হল পাঠাগার,বই পড়া যাবে মাত্র ১০ টাকায় চাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সিরাজগঞ্জ র্যাব-১২’র ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার