শাহজাদপুরে ডাঃ এম.এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / 94
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২২
শাহজাদপুরে সাবেক উপ প্রধানমন্ত্রী প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ ও ভাই ভাই কিংস্ ফুটবল একাদশ এ দু’টি দল প্রতিদ্বন্ডিতা করে।
খেলায় ভাই ভাই কিংস্ ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বরাত আলী জয়সূচক গোলটি করেন।
প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে ৪ টি দল অংশ নেয়। এ খেলায় সেরা গোলদাতার পুরস্কার নেন সিয়াম শামছু ফুটবল একাদশের খেলোয়াড় শামীম ও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নেন চ্যাম্পিয়ন দল তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের খেলোয়াড় বরাত আলী। এ ফাইনাল খেলা শেষে উক্ত মাঠে প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহনগর ইউপি সদস্য শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক মো: জাহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, জিয়াউল হক সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাকির হোসেন পলাশ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
খেলা পরিচালনা করেন ম্যাচ রেফারি কোরবান আলী, লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও সুজন।
ঈদ আড্ডায় জনতার ভীড়ে মুখরিত চলনবিল বাঘায় ট্রেনে কাটা যুবকের পরিচয় মিলেনি এখনও ঈশ্বরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
পাবনার আটঘরিয়ায় পাটক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড সাঁথিয়ায় বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শামসুল হক টুকু আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল দিগন্ত প্রসারীতে যুক্ত হল পাঠাগার,বই পড়া যাবে মাত্র ১০ টাকায় চাটখিলে ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ নামক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন