বিজ্ঞপ্তি :
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / 94
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২২
রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার।
স্পিকার বলেন, সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেয়া হয়েছে মর্মে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন তাকে। খবর বিবিসির।
যদিও রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণার বিষয়ে মুখ খোলেননি গোটাবায়া। এমনকি সম্প্রতি গোটাবায়া যেসব ঘোষণা দিচ্ছেন তার সবগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা স্পিকারের মাধ্যমে আসছে।
এর আগে বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতে সামরিক বিমানে করে দেশত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে। তার আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগপত্রে সই করেন তিনি। তার দেশত্যাগের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়।
আরও পড়ুনঃ
শাহজাদপুরে ডাঃ এম.এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদ আড্ডায় জনতার ভীড়ে মুখরিত চলনবিল বাঘায় ট্রেনে কাটা যুবকের পরিচয় মিলেনি এখনও ঈশ্বরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
পাবনার আটঘরিয়ায় পাটক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড সাঁথিয়ায় বিলচাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শামসুল হক টুকু আবার কেউ অস্ত্রের ঝনঝনানি করতে চাইলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে : ডিআইজি মোজাম্মেল দিগন্ত প্রসারীতে যুক্ত হল পাঠাগার,বই পড়া যাবে মাত্র ১০ টাকায়
আরও পড়ুনঃ