ঈদে রানা ইকো পার্কে উপচে পড়া ভীড়, চলছে কনসার্ট
- প্রকাশিত সময় ০৬:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / 231
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২২
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পাবনার বিনোদন প্রিয় মানুষের উপচে পড়া ভীড় রানা ইকো পার্ক ও পিকনিক স্পটে। ঈদ উপলক্ষ্যে প্রতিদিন চলছে কনসার্ট। গানে গানে মাতছে দর্শক। ঈদের ৪র্থ দিন বিকেলে পার্কের মঞ্চে কর্নসাট উপভোগ করেন পার্কের উদ্যোক্তা শিল্পপতি রুহুল আমীন বিশ্বাস রানা ও তার পরিবারের সদস্যরা। ঈদ উপলক্ষ্যে পার্কে সংগীত পরিবেশনের আয়োজনে নতুন মাত্রা যোগ হয়।
পাবনার চর আশুতোষপুর বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই পার্কে হাজার হাজার বিনোদন প্রিয় মানুষ বেড়াতে আসে। ইতোমধ্যে দেশের আধুনিক সব রাইড যুক্ত হয়েছে পার্কটিতে। নতুন অত্যাধুনিক আর্কষণীয় সব রাইডও সংযোজনের কাজ চলছে। ইতোমধ্যে শিশুদের কাছেও পার্কটি জনপ্রিয় হয়ে উঠেছে।
এছাড়া নির্মল প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করছে দর্শনার্থীদের। শহরের অতি সন্নিকটে অনন্ত বাজার মোড় হতে দক্ষিণ দিকে কিছুটা পথ আসলেই পার্কটি অবস্থিত।
রানা ইকো পার্কের ম্যানেজার আতিকুর রহমান জানান,ঈদ উপলক্ষে পার্কের ভেতর সাড়া জাগানো সংগীত শিল্পীদের কর্নসাটের আয়োজন করা হয়েছে। এখানে পার্কে আগত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকতে।বিনা টিকিটে তাঁরা কর্নসাট উপভোগ করছে। আগামী রোববার দেশের জনপ্রিয় সংগীত শিল্পী গামছা পলাশ কর্নসাটে সংগীত পরিবেশন করার সিডিউল ধার্য রয়েছে। দর্শকদের কাছ থেকে প্রবেশ মূল্য ছাড়া বাড়তি কোনো টাকা নেয়া হবেনা বলে জানান তিনি।
রাজশাহীতে অধ্যক্ষ পেটানোর অভিযোগ, দলীয় পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত কমিটি গঠন ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ কীট টেস্ট নিয়ে চলছে রমরমা বাণিজ্য এসএম হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিমের ইন্তেকাল
চাটখিল খোরশেদ আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবিগঞ্জে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু
চাটখিল এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ডলার সংকট চরমে, আমদানি স্থবির মোবাইলে দৈনিক টাকা পাঠানোর সীমা বেড়ে ৫০ হাজার
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে