চাটখিলের সন্তান মালয়েশিয়ার হাই কমিশনার মোঃ গোলাম সরোয়ারের পদোন্নতি
- প্রকাশিত সময় ১১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / 83
স্টাফ রিপোর্টোর
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২২
বিসিএস (পররাষ্ট্র) বিষয়ক সচিব বা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর – এ গ্রেড রাষ্ট্রদূত (গ্রেড -এ) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে মোঃ গোলাম সরোয়ারকে।
গতকাল ১৩ই জুলাই মোহাম্মদ আবুল কালাম আজাদ উপসচিব সাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ শাখা-৩ এর মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মোট আট জন রাষ্ট্রদূতকে বিভিন্ন হাইকমিশনে দায়িত্বে থাকা পদে পদোন্নতি দান করা হয়েছে।
বর্তমানে গোলাম সরোয়ার মালয়েশিয়ার হাই কমিশনার পদে রয়েছেন। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামের মরহুম আবুল কাসেমের তৃতীয় সন্তান এবং চ্যানেল আই সংবাদ পাঠক গোলাম মুর্তজা দোলন-এর বড় ভাই।
মোঃ গোলাম সরোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি স্বতঃকণ্ঠকে জানান, বাংলাদেশ সরকার আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব/রাষ্ট্রদূত গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে। আমি এর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সম্মানিত পররাষ্ট্র সচিবের প্রতি।
তিনি বলেন, আমি মালয়েশিয়া প্রবাসী সকল ভাই-বোনদের, আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি। এই পদোন্নতি আমাকে সাধারণ প্রবাসী বাংলাদেশি তথা বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার ক্ষেত্রে আরও অনেক বেশি প্রেরণা যোগাবে।
তাড়াশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাঘায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার : ৩ বন্ধু আটক
সাঁথিয়ায় জাহানারা আলম ফাউন্ডেশনের শিক্ষার্থী বৃত্তি প্রদান
শাহজাদপুরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধনশার্শার পল্লীতে রেকর্ডকৃত সম্পত্তি জবর দখল করে গাছ কাটার অভিযোগ ঈদে রানা ইকো পার্কে উপচে পড়া ভীড়, চলছে কনসার্ট রাজশাহীতে অধ্যক্ষ পেটানোর অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত কমিটি গঠন ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ কীট টেস্ট নিয়ে চলছে রমরমা বাণিজ্য এসএম হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিমের ইন্তেকাল