ফেনীর সোনাগাজীতে ১০ বছরের সাজা এড়াতে ৩০ বছর পাকিস্তানে
- প্রকাশিত সময় ০৪:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / 62
ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২২
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার ঘটনায় করা মামলায় ১০ বছরের সাজা পেয়েছিলেন আইয়ুব আলী (৫৮)। সেই সাজা থেকে বাঁচতে তিনি ৩৩ বছর পালিয়ে ছিলেন পাকিস্তানে অবস্থান নিয়েছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি আইয়ুব আলীর।
জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশের বাসিন্দা আইয়ুব আলী দীর্ঘ ৩০ বছর পর হটাৎ করে এলাকায় প্রবেশ করলে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে আইয়ুব আলীর বিরুদ্ধে ফেনীর আদালতে একটি মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। তিনি আর আদালতে হাজির না হয়ে গোপনে পাকিস্তানে চলে যান। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় ১৯৯১ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
সোনাগাজী থানার উপপরিদর্শক জুয়েল সরকার বলেন, তাঁরা দুই মাস আগে জানতে পারেন, পাকিস্তানে ২৫ বছর থাকার পর আইয়ুব আলী দেশে ফিরেছেন। এরপরও তিনি গ্রেপ্তার এড়াতে প্রায়ই স্থান পরিবর্তন করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থান করেন। দুই সপ্তাহ আগে তাঁকে ধরতে তিনি ছদ্মবেশে আইয়ুব আলীর গ্রামের বাড়ি, চট্টগ্রাম ও সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে আইয়ুব আলীর ঠিকানা, মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। সেই নম্বরের সূত্র ধরেও চট্টগ্রাম ও উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন।
সোবাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ হোসেন জানান, পরিবারের লোকজন ও স্বজনেরা আইয়ুব আলীকে চিনতে পারছিলেন না। তবে রাত গভীর হওয়ায় বাড়ির লোকজন তাঁকে রাত্রীযাপন করতে ঘরে জায়গা দেন। ইতিমধ্যে দীর্ঘ ৩৩ বছর পর আইয়ুব আলী বাড়ি ফিরেছেন, এমন খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে গোপন মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আতাইকুলার প্রবীণ রাজনীতিক আব্দুল হাই শেখের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
তাড়াশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাঘায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার : ৩ বন্ধু আটক
সাঁথিয়ায় জাহানারা আলম ফাউন্ডেশনের শিক্ষার্থী বৃত্তি প্রদান
শাহজাদপুরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধনশার্শার পল্লীতে রেকর্ডকৃত সম্পত্তি জবর দখল করে গাছ কাটার অভিযোগ ঈদে রানা ইকো পার্কে উপচে পড়া ভীড়, চলছে কনসার্ট রাজশাহীতে অধ্যক্ষ পেটানোর অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত কমিটি গঠন ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ কীট টেস্ট নিয়ে চলছে রমরমা বাণিজ্য