বড়াইগ্রামে ভবানীপুর মসজিদে জুমা’র নামাজ আদায়ে বাধা, এলাকায় উত্তেজনা
- প্রকাশিত সময় ০৮:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / 57
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২২
নাটোরের বড়াইগ্রামের ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করতে বাধা দিয়ে বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারী, কোষাধক্ষ্যসহ বয়োবৃদ্ধদের মসজিদ থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এদের মধ্যে রয়েছেন একই এলাকার ফজলুর রহমান (ফজু সরকার), মাজদার রহমানসহ ১০/১৫ জন ব্যাক্তি।
শুক্রবার জুমার নামাজ শুরুর ঠিক পূর্ব মূহুর্তে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কিছুদিন পূর্বে রেজুলেশন করে মসজিদের ঈমাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় বর্তমান কমিটিসহ গ্রামবাসী। কিন্তু উক্ত রেজুলেশনে স্বাক্ষরকারী কয়েকজন ব্যাক্তি রাতারাতি ঈমাম রাখার পক্ষে অবস্থান নেয় এবং এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করে। সৃষ্ট জটিলতায় গ্রামে কয়েকদফা মিটিং এ সমাধান না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গ্রামবাসী। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় বৈঠক হয়। পরে বিষয়টি বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং ১নং জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান চাঁদ মাহমুদ দায়িত্ব নেন। চেয়ারম্যান চাঁদ মাহমুদের স্ত্রীর অসুস্থতা জনিত কারনে তিনি সময় নিলে বিষয়টি সমাধানে বিলম্ব হয়।
একই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার উদ্দেশ্যে আজ শুক্রবার এঘটনা ঘটায় তারা।
এ ধরনের ঘটনা ইসলাম পরিপন্থি এবং শৃঙ্খলা ভঙ্গের কারণ বলে নিন্দা জানিয়েছেন গ্রামের বয়বৃদ্ধ ও গ্রামবাসী।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মঞ্জুর রহমান জানান, গ্রামের ৩টি সমাজের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা সুন্দর সুষ্ঠু ভাবে মসজিদ, ঈদগাহ এবং গোরস্থান পরিচালনা হয়ে আসছিল। কিন্তু গ্রামের কিছু ব্যাক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণিত কাজ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই কোন বিশৃঙ্খলা ছাড়া মসজিদ ত্যাগ করেছি। গ্রামবাসী স্থানীয় প্রশাসনকে অবগত করেছে। আমরা আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার আশা করি।
ফেনীর সোনাগাজীতে ১০ বছরের সাজা এড়াতে ৩০ বছর পাকিস্তানে সাঁথিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু আতাইকুলার প্রবীণ রাজনীতিক আব্দুল হাই শেখের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
তাড়াশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাঘায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার : ৩ বন্ধু আটক
সাঁথিয়ায় জাহানারা আলম ফাউন্ডেশনের শিক্ষার্থী বৃত্তি প্রদান
শাহজাদপুরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধনশার্শার পল্লীতে রেকর্ডকৃত সম্পত্তি জবর দখল করে গাছ কাটার অভিযোগ ঈদে রানা ইকো পার্কে উপচে পড়া ভীড়, চলছে কনসার্ট রাজশাহীতে অধ্যক্ষ পেটানোর অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত কমিটি গঠন