পাবনায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৪:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- / 133
পাবনায় ইউএসএইড এর এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএবিলিটি প্রোগ্রাম এর প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লারনার্স অর্গানাইজেশন পাবনার সম্মেলন কক্ষে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি কর্তৃক আয়োজিত ইউএসএইড এর অর্থায়নে ব্লু-ল ইন্টারন্যাশনাল,ব্লাষ্ট,জাতীয় নারী পরিষদ এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ও পিপিএমএস ও পিপিডি প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা সানোয়ার হোসেন,পিপিএমএস এর সাধারন সম্পাদক ও প্রকল্প হিসাব রক্ষক মোক্তার হোসন, পিপিএমএস এর নির্বাহী সদস্য আরোজ আলী।
এসময় উপস্থিত ছিলেন লারনার্স অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক জাহানা বেগম বিজলী,সদস্য আলহাজ্ব শফি উদ্দিন মিয়া,আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন, জান্নাত বিবি জুবিলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।
ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের শিক্ষিকা উম্মে রুবাইয়া মঞ্জুয়ারা,ব্লাষ্টের সভাপতি এ্যাড: আলমগীর হোসেন,বিভাগী বন কর্মকর্তা আলতাব হোসেন, লারনার্স অর্গানাইজেশনের আইন বিষয়ক উপদেষ্ঠা এ্যাড: ইশরাত জাহান ইমা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ প্রশিক্ষণ গ্রহন করেন।
পাবনায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত