বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণের আহবান খাদ্যমন্ত্রীর
- প্রকাশিত সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / 89
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৫ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২২
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুস্মরণ করে জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি আজ রবিবার ১৭ জুলাই দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের নব নির্মিত হল রুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২২ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মন্ডল ও ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
জার্মানিতে ‘দেশি গার্লস’ মেলায় সারাদিন আটঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আ. লীগের বর্ধিতসভা মাদক কারবারিকে সামাজিকভাবে বয়কটের আহবান খাদ্যমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন উল্লাপাড়া বড়মনোহরা গ্রামে নিজস্ব অর্থায়নে মাটির রাস্তার কাজ উদ্বোধন শার্শায় মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন : অভিযোগের পাহাড় খাতুনগঞ্জে লিটারে ৩৫ টাকা কমল ভোজ্যতেলের দাম