রাজধানী ঢাকাতে কোটি টাকা হাতিয়ে নিল আবুল কালাম
- প্রকাশিত সময় ০৯:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / 103
ঢাকা সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৫ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২২
বিদেশে পাঠানোর নামে কোটি টাকার প্রতারণার সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে আবুল কালাম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-৩। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়।সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের সদস্য সে। তার জনশক্তি রফতানির কোনও লাইসেন্স নেই।
কিন্তু সে দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানির নামে অবৈধভাবে ভ্রমণ ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি দেশে বিভিন্ন বয়সী মানুষ পাঠিয়ে আসছে। এছাড়াও মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে জনশক্তি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক ও নারীদের কাছ থেকে ৫ হতে ৭ লাখ টাকা করে হাতিয়ে নিতো।
এরপর সে ভূয়া ভিসা এবং নকল বিএমইটি কার্ড ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দিতো। ভুক্তভোগীরা নকল ভিসা এবং নকল বিএমইটিকার্ড নিয়ে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, একপর্যায়ে ভিকটিমের আস্থা অর্জনের জন্য দুই-একজনকে ভ্রমণ ভিসায় দুবাই পাঠায় এবং ভিকটিমদের স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিবন্ধন করতে বলে। নিবন্ধন বিএমইটি কার্ড পাওয়ার কোনও নিশ্চয়তা বহন করে না।
কিন্তু ভিকটিমরা তাদের অজ্ঞতার কারণে ওই নিবন্ধনকেই বিএমইটি ক্লিয়ারেন্স প্রাপ্তির চূড়ান্ত ধাপ হিসেবে মনে করে। তারপর ভিকটিমদের ভূয়া ভিসা ও নকল বিএমইটি কার্ড ধরিয়ে দিয়ে ফ্লাইটের জন্য পুনরায় টাকা দাবি করে। এভাবে সে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে।
সুজানগরে চেয়ারম্যানের সাক্ষর জাল করে ডিসি অফিসে নালিশ দিলেন কথিত বঞ্চিতরা! পাবনার ভাঙ্গুড়ায় গ্যাসট্যাবলেট সেবনে স্কুল ছাত্রীর আত্মহত্যা শিল্পপতি শেখ আকিজ উদ্দিন’র স্ত্রীর মৃত্যু : জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন রাজশাহীতে স্কুলছাত্র হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন চাটমোহরে ইউএনও সৈকত ইসলামের ক্যামেরায় ধরা পড়া ৭৮ প্রজাতির পাখি সিরাজগঞ্জের তাড়াশে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাটখিল পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহীতে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় ক্ষরায় খেতেই শুকিয়ে যাচ্ছে গাছ