রাণীনগরে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শশুর-ভাসুর ও ননদ গ্রেফতার
- প্রকাশিত সময় ১১:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / 83
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২২
নওগাঁর রাণীনগরে এক গৃহবধূ (১৯)-কে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করে বটি দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ সময় ওই গৃহবধূর স্বামীকেও মারপিট করেছেন তারা। রবিবার দিনগত রাত ১০ টার দিকে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত গৃহবধুর শশুর কালীগ্রাম কয়াপাড়া গ্রামের রাজ্জাক সিপাই (৬০), ভাশুর দেলোয়ার হোসেন (৩৫) ও ননদ রাজিয়া সুলতানা (৩৮) কে আটক করেছে থানা পুলিশ।
গৃহবধূর স্বামী রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে আমার এক বন্ধুকে নিয়ে আমি ও আমার স্ত্রী এবং ওই বন্ধু মিলে একসাথে বাড়িতে রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় আমার স্ত্রীর ঘরে পরপুরুষ ঢুকেছে এমন সন্দেহে বাহির থেকে আমার পরিবারের লোকজন বাড়ির দরজায় শিকল তুলে দেয়। এরপর আমাদের খাবার খাওয়া শেষে আমি বাহিরে ডাকাডাকি করলে আমার বাবা, বড় ভাই, বোন ও ভাবি শিকল খুলে দিয়ে সন্দেহ করে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। এ সময় আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিয়ে আমার শ্বশুরের পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার শশুর বাড়ির লোকজন আমার বাড়িতে এলে তাদের সাথে আমার স্ত্রীকে তারা বাবার বাড়িতে পাঠিয়ে দেন।
রেজাউল আরও জানান, রবিবার সকালে আমি আমার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আদমদিঘী উপজেলার কালাইকুলি পালোয়ানপাড়া গ্রামে যাই। শশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে এদিন রাত ৮ টার দিকে বাড়িতে আসি। এরপর বাড়িতে ঢুকতে লাগলে আমার বাবা, বড় ভাই, বড় বোনসহ আমার পরিবারের লোকজন আমাকেসহ আমার স্ত্রীকে মারপিট করতে থাকেন। এ সময় তারা বটি দিয়ে আমার স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন করেন।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন আমাকে মানসিক নির্যাতন করতো। এদিন তারা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারপিট করাসহ আমার মাথার চুল কেটে নির্যাতন করেছেন। এ ঘটনায় আমি বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর শশুর, ভাশুর ও ননদকে আটক করেছে থানা পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি পার্বত্য মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘স্মরণে ৭১ প্রজন্ম’র উদ্যোগে পাবনায় শহীদ সমাধি শনাক্ত ও নামফলক স্থাপন শুরু সুজানগরে চেয়ারম্যানের সাক্ষর জাল করে ডিসি অফিসে নালিশ দিলেন কথিত বঞ্চিতরা! রাজধানী ঢাকাতে কোটি টাকা হাতিয়ে নিল আবুল কালাম পাবনার ভাঙ্গুড়ায় গ্যাসট্যাবলেট সেবনে স্কুল ছাত্রীর আত্মহত্যা শিল্পপতি শেখ আকিজ উদ্দিন’র স্ত্রীর মৃত্যু : জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন রাজশাহীতে স্কুলছাত্র হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন চাটমোহরে ইউএনও সৈকত ইসলামের ক্যামেরায় ধরা পড়া ৭৮ প্রজাতির পাখি