অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে শাহজাদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- প্রকাশিত সময় ০৪:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / 131
শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২২
শাহজাদপুর উপজেলার কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম সাইফুল ইসলাম, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল যুগ্নিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ ,আমিন,কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুস ছালাম, উপাধ্যক্ষ আব্দুল বাছেত, শাহজাদপুর ইব্রাহিম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, পোরজনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন,, শিক্ষক অসিত কুমার ঘোষ, প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী মিঠু ,নুরুল ইসলাম , শিক্ষক পুলক সরকার প্রমূখ।
বক্তারা অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আরও বলেন,দ্রæত বিচার না হলে আগামীতে সকল শিক্ষকদের নিয়ে শুধু শাহজাদপুর নয় সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব । এদিকে, এ ঘটনায় থানায় মামলা হওয়ার ৩ দিন পরেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বে-সরকারি স্কুল ও কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে কৈজুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেক ও ম্যানেজিং কমিটির সদস্য নূরুজ্জামান রিকশা যোগে বাড়ি ফেরার পথে গোপালপুর মোড়ে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে গুরুত্বর আহত করে। আহতরা বর্তমানে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাটখিলে বাল্য বিয়ে, পালালেন বর, জরিমানা গুনতে হলো কনের মা-কে সোনাগাজী ইকোনমিক জোনে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা রাণীনগরে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শশুর-ভাসুর ও ননদ গ্রেফতার খাগড়াছড়ি পার্বত্য মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘স্মরণে ৭১ প্রজন্ম’র উদ্যোগে পাবনায় শহীদ সমাধি শনাক্ত ও নামফলক স্থাপন শুরু সুজানগরে চেয়ারম্যানের সাক্ষর জাল করে ডিসি অফিসে নালিশ দিলেন কথিত বঞ্চিতরা! রাজধানী ঢাকাতে কোটি টাকা হাতিয়ে নিল আবুল কালাম শিল্পপতি শেখ আকিজ উদ্দিন’র স্ত্রীর মৃত্যু : জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন রাজশাহীতে স্কুলছাত্র হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন