ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু পরিবারকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / 82

হাসপাতালে ভর্তি রুহিদাস চন্দ্র দাস।


স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২২


পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নদীপাড়া গ্রামের নৃগোষ্ঠি সম্প্রদায়ের রুহিদাস চন্দ্র দাস (৫৩)-কে একই গ্রামের মৃতঃ বাদলা খার পুত্র আব্দুল কুদ্দুস গংদের পরিকল্পিত লাঠি-শোটার হামলায় স্বামী-স্ত্রী উভয় আহত হয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নদীপাড়া গ্রামের মৃতঃ মনিন্দ্রনাথ দাসের পুত্র রুহিদাস চন্দ্র দাস তার বাড়ির আঙ্গীনায় ধানের খড়ের পালা দিচ্ছিলেন। এসময় পূর্ব শুক্রতার জের ধরে একই গ্রামের মৃতঃ বাদলা খাঁর পুত্র আব্দুল কুদ্দুসসহ কয়েকজন লাঠি-শোটা নিয়ে খড়ের পালার স্থান তাদের দাবি করে উচ্ছেদের হুমকি দিয়ে লাঠি-শোটা নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে রুহিদাস চন্দ্র দাসকে মারাত্মক আহত করে মাটিতে ফেলে দেয়।

আহত রুহিদা দাসের আর্তচিৎকারে স্ত্রী কল্পনা রানী দাসসহ স্বজনেরা এগিয়ে এলে প্রতিপক্ষ আব্দুর কুদ্দুস ও তার সঙ্গে থাকা লোকজন স্ত্রী কল্পনাসহ বাড়ির অন্যান্য সদস্যদেরও মারপিট করে আহত করে।

ঘটনার পর পরই আহত রুহিদাস ও স্ত্রী কল্পনাকে স্বজনেরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

মঙ্গলবার বিকালে ওই নৃগোষ্ঠি সম্প্রদায়ের পক্ষে জীবনের নিরাপত্তা ও অপরাধীদের বিচারের দাবি জানিয়ে ভাঙ্গুড়ায় অভিযোগ জানানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃংখলা স্বাভাবিক রাখতে স্বচেষ্ট রয়েছে।

হামলার শিকার হাসপাতালে চিকিৎসাধীন রুহিদাস চন্দ্র দাস জানান, থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষরা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তা না হলে পুণরায় হামলা এবং প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, জানান তিনি। তিনি তার ও পরিবার নিরাপত্তার অভাব বোধ করছেন।

এঘটনায় তীব্র নিন্দা ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিদু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মলয় কুমার দেব ও সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ


ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু পরিবারকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি

প্রকাশিত সময় ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

হাসপাতালে ভর্তি রুহিদাস চন্দ্র দাস।


স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২২


পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নদীপাড়া গ্রামের নৃগোষ্ঠি সম্প্রদায়ের রুহিদাস চন্দ্র দাস (৫৩)-কে একই গ্রামের মৃতঃ বাদলা খার পুত্র আব্দুল কুদ্দুস গংদের পরিকল্পিত লাঠি-শোটার হামলায় স্বামী-স্ত্রী উভয় আহত হয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নদীপাড়া গ্রামের মৃতঃ মনিন্দ্রনাথ দাসের পুত্র রুহিদাস চন্দ্র দাস তার বাড়ির আঙ্গীনায় ধানের খড়ের পালা দিচ্ছিলেন। এসময় পূর্ব শুক্রতার জের ধরে একই গ্রামের মৃতঃ বাদলা খাঁর পুত্র আব্দুল কুদ্দুসসহ কয়েকজন লাঠি-শোটা নিয়ে খড়ের পালার স্থান তাদের দাবি করে উচ্ছেদের হুমকি দিয়ে লাঠি-শোটা নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে রুহিদাস চন্দ্র দাসকে মারাত্মক আহত করে মাটিতে ফেলে দেয়।

আহত রুহিদা দাসের আর্তচিৎকারে স্ত্রী কল্পনা রানী দাসসহ স্বজনেরা এগিয়ে এলে প্রতিপক্ষ আব্দুর কুদ্দুস ও তার সঙ্গে থাকা লোকজন স্ত্রী কল্পনাসহ বাড়ির অন্যান্য সদস্যদেরও মারপিট করে আহত করে।

ঘটনার পর পরই আহত রুহিদাস ও স্ত্রী কল্পনাকে স্বজনেরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

মঙ্গলবার বিকালে ওই নৃগোষ্ঠি সম্প্রদায়ের পক্ষে জীবনের নিরাপত্তা ও অপরাধীদের বিচারের দাবি জানিয়ে ভাঙ্গুড়ায় অভিযোগ জানানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃংখলা স্বাভাবিক রাখতে স্বচেষ্ট রয়েছে।

হামলার শিকার হাসপাতালে চিকিৎসাধীন রুহিদাস চন্দ্র দাস জানান, থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষরা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তা না হলে পুণরায় হামলা এবং প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, জানান তিনি। তিনি তার ও পরিবার নিরাপত্তার অভাব বোধ করছেন।

এঘটনায় তীব্র নিন্দা ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিদু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মলয় কুমার দেব ও সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ