ফেনীতে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- প্রকাশিত সময় ১০:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / 128
ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২২
ফেনী জেলার দাগনভুঁঞায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের মামলায় মো. রাজু ইসলাম (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (১৮ জুলাই) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ।
মামলার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজু ইসলাম ভিকটিমের বাড়িতে রাজ মেস্ত্রীর কাজে নিয়োজিত ছিলো। ২০১৯ সালের ১ জুন রাতে আসামি রাজু ওই বাড়ির কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজুকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঁঞা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতে সোপর্দ করলে ২২ ধারা জবানবন্দি শেষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
মামলার পর পুলিশ আসামি রাজু ইসলামকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করলে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, স্বীকারোক্তি দিলে আদালত ১৬৪ ধারায় তা রেকর্ড করে।এরপর তিনি জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ব্যাঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আসামি যে দিন গ্রেপ্তার হবেন বা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে সাজা কার্যকর হবে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবা সহ যুবক আটক
রাজশাহীর বাঘায় রেল লাইনের উপর পড়ে ছিল যুবকের দ্বিখন্ডিত লাশ
পাবনার ভাঙ্গুড়ায় প্রেসব্রিফিং ও মতবিনিময় সভা
চাটমোহরে এলডিও’র উদ্যোগে আদিবাসীদের মাঝে বিনামূল্যে নলকুপ বিতরণ অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে শাহজাদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চাটখিলে বাল্য বিয়ে, পালালেন বর, জরিমানা গুনতে হলো কনের মা-কে সোনাগাজী ইকোনমিক জোনে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা রাণীনগরে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শশুর-ভাসুর ও ননদ গ্রেফতার খাগড়াছড়ি পার্বত্য মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত