ব্রাহ্মণবাড়িয়ায় বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত
- প্রকাশিত সময় ১১:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / 140
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি পটুয়াখালী সদর উপজেলার বরুণবাড়িয়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চারটি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাসযাত্রী আসাদুল ইসলাম ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে (৬০) উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিদের উদ্ধার করে পাশের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডাণ পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত অন্য দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
বিদ্যুৎ বন্ধ রেখে সংদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ভেড়ামারা প্রেসক্লাবে নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু পরিবারকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে শাহজাদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চাটখিলে বাল্য বিয়ে, পালালেন বর, জরিমানা গুনতে হলো কনের মা-কে সোনাগাজী ইকোনমিক জোনে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা রাণীনগরে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শশুর-ভাসুর ও ননদ গ্রেফতার খাগড়াছড়ি পার্বত্য মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘স্মরণে ৭১ প্রজন্ম’র উদ্যোগে পাবনায় শহীদ সমাধি শনাক্ত ও নামফলক স্থাপন শুরু