পাবনা চাটমোহরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পাচ্ছে আরো ৫টি গৃহহীন পরিবার
- প্রকাশিত সময় ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / 99
চাটমোহর পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪০ অপরাহ্ন, ২০ জুলাই ২০২২
পাবনার চাটমোহরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পাচ্ছে আরো ৫টি গৃহহীন পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাটমোহরের ৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এনিয়ে চাটমোহর উপজেলায় মোট ৮২টি পরিবার ঘর ও জমি পেল।
এদিন বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম এক প্রেসব্রিফিং-এ এই তথ্য জানান। ইউএনও জানান, এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চাটমোহরে ৭৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।
গত ২৬ এপ্রিলে দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২টি ঘর হস্তান্তর করা হয়। এবার হস্তান্তর করা হচ্ছে ৫টি। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানি সুবিধাসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।
চাটখিলে অবৈধ পাখি বিক্রির অভিযোগে একজনকে জরিমানা
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি : জেকেজির আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর করে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত বিদ্যুৎ বন্ধ রেখে সংদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ভেড়ামারা প্রেসক্লাবে নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু পরিবারকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে শাহজাদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চাটখিলে বাল্য বিয়ে, পালালেন বর, জরিমানা গুনতে হলো কনের মা-কে সোনাগাজী ইকোনমিক জোনে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা