রাজশাহীর বাঘায় ওয়ারেন্ট ও হেরোইন-ইয়াবাসহ ৫ জন আটক
- প্রকাশিত সময় ০৯:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / 81
বাঘা(রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০ অপরাহ্ন, ২০ জুলাই ২০২২
রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা এবং ওয়ারেন্ট সহ ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০০ শ’ পিচ ইয়াবা সহ বাঘা থানার তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী হান্নানকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ।
অপর দিকে ১৫ গ্রাম হেরোইন ও ২৫ পিচ ইয়াবা সহ নাইম, লিটন ও রাজকুমারকে আটক করা হয়েছে। এ ছাড়াও নিয়মিত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে শরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকার শাজাহান আলীর বাড়ির বাইরে অবস্থিত বারান্দায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় সেখানে মাদক সেবন করা অবস্থায় ঐ গ্রামের ইসতা মন্ডলের ছেলে নাইম (৩০) এবং পার্শ্ববর্তি বলিহার গ্রামের আশরাফুল ইসলাম এর ছেলে লিটন(৩২) ও একই এলাকার কার্তিক সরকারের ছেলে রাজকুমার (৩৫)কে ১৫ গ্রাম হেরোইন ও ২৫ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাইপুর মহাজন পাড়া গ্রামের জলিল প্রাং এর ছেলে হান্নান আলী (৪৫) কে বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১০০ শ’ পিচ ইয়াবা সহ তাকে আটক করে রাজশাহী ডিবি পুলিশ। এ সংক্রান্তে রাজশাহী ডিবি পুলিশের ইন্সেপেক্টর আতিক রেজা বাদি হয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে মাদক উদ্ধারের বাইরে নিয়মিত মামলার ওয়ারেন্ট হিসাবে উপজেলার ভানুকর গ্রামের আফাজ আলীর ছেলে শরিফুল ইসলাম(৪০)কে বুধবার ভোর রাতে আটক করেছে পুলিশ। বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের নামে মামলা ইস্যু করে বুধবার(২০ জুলাই) সকালে প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা যশোরের বেনাপোল চেকপোস্টে ৮শ’ গ্রাম সোনাসহ পাসপার্ট যাত্রী আটক
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর উপহার পাবে ২৬ হাজার পরিবার, প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জের তাড়াশে ৬ বছরের শিশু পানিতে ডুবে মুত্যু
পাবনা চাটমোহরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পাচ্ছে আরো ৫টি গৃহহীন পরিবার চাটখিলে অবৈধ পাখি বিক্রির অভিযোগে একজনকে জরিমানা
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি : জেকেজির আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর করে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত ভেড়ামারা প্রেসক্লাবে নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান