ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ২৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার
- প্রকাশিত সময় ১১:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / 126
ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, ২০ জুলাই ২০২২
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ জুলাই) গভীর রাতে অভিযানে চালিয়ে ভারতীয় শাড়ীগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ যশপুর বিওপি’র টহলদল জানতে পারে দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২১৮৮/৪-এস হতে আনুমানিক ৪শ গজ অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকায় একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন তথ্যের ভিত্তিতে টহলদল সীমান্ত এলাকায় উত্তর যশপুর নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীদের মাথায় বস্তা নিয়ে ভারত হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর যশপুর নামক স্থানে ঢুকা মাত্রই বিজিবি শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায়।
কিন্ত চোরাকারবারীর দল আরো বেশি সজাগ ছিল বিধায়। বিজিবির অবস্থান টের পেয়ে মালামাল ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। এসময় টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭টি বস্তার থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪২৮ পিস ভারতীয় জর্জেট শাড়ি ও ১২৪ পিস ভারতীয় লিলেন শাড়ি আটক করেন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ. কে. এম আরিফুল ইসলাম জানান, চোরাকারবারীদের আটকের জন্য ওই এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভেড়ামারা পৌরসভায় আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ করা হচ্ছেঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়ার ৭ ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ইইউ’র উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা যশোরের বেনাপোল চেকপোস্টে ৮শ’ গ্রাম সোনাসহ পাসপার্ট যাত্রী আটক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ২৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার বিদ্যুৎ বন্ধ রেখে সংদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত শাহজাদপুরের চরনবীপুর ড: মযহারুল সেতুর আলোকায়নের শুভ উদ্বোধন করলেন এমপি মেরিনা জাহান চাটখিলে অবৈধ পাখি বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি : জেকেজির আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর করে সাজা