ভেড়ামারা পৌরসভায় আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ করা হচ্ছে

- প্রকাশিত সময় ০৮:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / 149
ভেড়ামারা সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২২
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরে জলাবদ্ধতার দুর্ভোগ নিরসনে পৌরসভার ৯টি ওয়ার্ডে নয়টি প্যাকেজে ১ দশমিক ৮৬ কিলোমিটার আরসিসি ড্রেন, ১ দশমিক ৬৩৮৫ কিলোমিটার আরসিসি রাস্তা, ২ দশমিক ০৭১ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে পৌরসভা।
এ উপলক্ষ্যে বুধবার বিভিন্ন স্থান পরিদর্শন ও সার্ভে করা হয়। এছাড়াও রাতে নির্বিঘ্নে চলাচল করতে আলোকিত পৌরসভা গড়তে ৯টি ওয়ার্ডের সড়ক গুলোর বিদ্যুৎ-পোলে সড়ক বাতি লাগানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরিদর্শন, সার্ভে ও সড়ক বাতি লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর সোলাইমান মাস্টার, মিজানুর রহমান ডাবলু, মেহেদী হাসান সবুজ, সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার,ঠিকাদার আতিয়ার রহমান প্রমুখ।
মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, জলাবদ্ধতা নিরসনে ওয়াটার লেবেল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। রাস্তাও লেবেল করে উচু করা হচ্ছে। এছাড়াও শহরের প্রতি ওয়ার্ডে প্রধান সড়ক গুলোকে গুরুত্ব দিয়ে সেখানে সড়ক বাতি লাগানো হচ্ছে। ১ হাজার বাতি পর্যায়ক্রমে লাগানো হবে। কাজগুলো সমাপ্ত হলে ভেড়ামারা পৌর শহরের বাসিন্দাদের দুর্ভোগ অনেকাংশেই কমবে বলে মনে করছেন সচেতনমহল।
রাশিয়ার ৭ ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ইইউ’র উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা চাটখিলে অবৈধ পাখি বিক্রির অভিযোগে একজনকে জরিমানা সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি : জেকেজির আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর করে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় বাস, কাভার্ড ভ্যান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত বিদ্যুৎ বন্ধ রেখে সংদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ভেড়ামারা প্রেসক্লাবে নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে সংখ্যালঘু পরিবারকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি