পাবনার চাটমোহরে ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় সুধী সমাবেশে এমপি মকবুল হোসেন
- প্রকাশিত সময় ০৬:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / 95
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৪ অপরাহ্ন, ২১ জুলাই ২০২২
২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর পৌরসদরের এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ৭০-পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকার মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের ঐক্য, শক্তি, সাহস দিয়ে দেশের কল্যাণে ভাল কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি করা যাবে না। লেখা পড়ার মানোন্নয়ন না করে দলাদলির মানোন্নয়ন করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে দল থাকবে একটাই। সেটা হলো শিক্ষা দল। এ দলের চিন্তা থাকবে একটাই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ নজর রয়েছে। সম্প্রতি তিনি অনেক মাদ্রাসা এমপিওভূক্ত করেছেন।
চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিভাবক ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার ও চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম।
এছাড়াও প্রতিষ্ঠনটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইসহাক, চাটমোহর পৌর আওয়ামীলীগ সভাপতি নাজিমুদ্দিন মিয়া, অভিভাবক তাইজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন।
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘনায় পাঁচজন নিহত
ভেড়ামারা পৌরসভায় আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ করা হচ্ছেঈশ্বরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়ার ৭ ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ইইউ’র উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা যশোরের বেনাপোল চেকপোস্টে ৮শ’ গ্রাম সোনাসহ পাসপার্ট যাত্রী আটক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ২৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার বিদ্যুৎ বন্ধ রেখে সংদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত শাহজাদপুরের চরনবীপুর ড: মযহারুল সেতুর আলোকায়নের শুভ উদ্বোধন করলেন এমপি মেরিনা জাহান চাটখিলে অবৈধ পাখি বিক্রির অভিযোগে একজনকে জরিমানা