পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার
- প্রকাশিত সময় ০৪:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 88
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৫ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পাবনার ৩৪১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
এ পর্যন্ত তিন পর্যায়ে পাবনা জেলার ৯ টি উপজেলার ২ হাজার ১ শ ২৩ পরিবার জমিসহ ঘর পেল। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ৩৭, আটঘরিয়া ৫২, ঈশ^রদী ৬০, চাটমোহর ৫, ফরিদপুর ৬, ভাঙ্গুড়া ১৫, বেড়া ১২০, সুজানগর ৪৬ মোট ৩৪১টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৬ জন তৃতীয় লিঙ্গের ভূমিহীন ও গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর করা হয়।
এর আগে, পাবনা জেলায় সর্বমোট ২ হাজার ১ শ ২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।
পাবনা সদর উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া সম্মেলন কেন্দ্রে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আকতার রেইনা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াজেদ আলী প্রমূখ।
জেলার ৮টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কর্তৃক ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু চাটখিলে ব্রাকের উদ্যোগে প্রবাস ফেরতদের নিয়ে ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম ফোরামের মিটিং অনুষ্ঠিত শাহজাদপুর আশ্রায়ন প্রকল্পে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০টি গৃহহীন পরিবার পাবনার চাটমোহরে ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় সুধী সমাবেশে এমপি মকবুল হোসেন বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘনায় পাঁচজন নিহত ভেড়ামারা পৌরসভায় আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ করা হচ্ছে