২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে
- প্রকাশিত সময় ০৪:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 55
বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৮ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২২
দৈনিক সংবাদপত্রের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে।
গতকাল এক বিবৃতিতে এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ‘সারা বিশ্বেই সংবাদপত্র শিল্প নানা সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছিল। বিজ্ঞাপন আয় ও সার্কুলেশন উভয়ই কমছিল। বাংলাদেশেও তার ব্যতিক্রম ছিল না। সংবাদপত্রের সে সংকটকে ২০২০ সালের করোনা মহামারী আরো ঘনীভূত করেছে। কিন্তু আমাদের পাঠকদের কথা বিবেচনা করে আমরা পত্রিকার দাম বাড়াইনি। আমাদের সংবাদপত্র ছাপার ব্যয় অনেক বেড়েছে। এর প্রধান কাঁচামাল নিউজপ্রিন্টের দাম গত বছরের মধ্যভাগ থেকে বাড়ছিল। গত বছরের প্রথমার্ধে যে দাম ছিল তা বিগত কয়েক মাসে দ্বিগুণ হয়েছে। আবার পত্রিকার জন্য কালি, প্লেট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। উপরন্তু ডলারের বিনিময় হারও বেড়েছে। সেই সঙ্গে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সব মিলিয়ে সংবাদপত্রের ব্যয় দ্বিগুণ হয়েছে।’
‘কয়েক বছর ধরে নোয়াবের পক্ষ থেকে সরকারের কাছে সংবাদপত্র শিল্পকে সহায়তা করার আবেদনে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এমনকি করোনা মহামারীর সময় সব শিল্পকে প্রণোদনা দেয়া হলেও সংবাদপত্র শিল্প কোনো সহায়তা পায়নি। বরাবরের মতোই এবারো বাজেটে করপোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য ট্যাক্স-ভ্যাট অব্যাহত রাখা হয়েছে। এসব মিলিয়ে সংবাদপত্র শিল্প এক নজিরবিহীন সংকটের মধ্যে রয়েছে। এমন এক পরিস্থিতিতে আমরা দৈনিক সংবাদপত্রের দাম বাড়াতে বাধ্য হয়েছি।’
নোয়াবের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতিতে বলা হয়, ২৫ জুলাই ২০২২ থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে। অর্থাৎ ১০ থেকে ১২ টাকা হবে। আর যেসব পত্রিকার দাম ৫ টাকা, সেগুলোর দাম হবে ৭ টাকা।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সবসময় মনে রাখি যে পাঠক ও শুভানুধ্যায়ীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সেরা সংবাদপত্র আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সব পাঠক ও শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু চাটখিলে ব্রাকের উদ্যোগে প্রবাস ফেরতদের নিয়ে ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম ফোরামের মিটিং অনুষ্ঠিত শাহজাদপুর আশ্রায়ন প্রকল্পে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০টি গৃহহীন পরিবার পাবনার চাটমোহরে ইসলামীয়া মাদরাসায় সুধী সমাবেশ বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘনায় পাঁচজন নিহত