ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেল শিক্ষার্থী
- প্রকাশিত সময় ০৫:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 65
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেল এক অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী।
এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্যবিবাহের কাজ পরিচালনা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে এবং ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ প্রদান করা হবে না মর্মে কন্যার পিতা মিলন হোসেন মুচলেকা প্রদান করেছেন।
২২ জুলাই শুক্রবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের বেতুয়ান সড়কে কনের বাবার বাড়িতে গিয়ে এ বাল্য বিবাবহ বন্ধ করেন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের বাবাকে ৬হাজার টাকা জরিমানা করেছে। সংশ্লিষ্টন সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের মিলন হোসেন এর অপ্রাপ্ত বয়স্কা কন্যা(১৬) একই উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নয়ন হোসেন এর সাথে বিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান কনের বাবা মিলন হোসেন এর বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা অন্যত্র চম্পট দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবু তাহের, ইউপি সদস্য জাকির হোসেন ও গণমাধ্যমকর্মীরা
বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ যাত্রী নিহত ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু চাটখিলে ব্রাকের উদ্যোগে প্রবাস ফেরতদের নিয়ে ব্রাক মাইগ্রেন প্রোগ্রাম ফোরামের মিটিং অনুষ্ঠিত শাহজাদপুর আশ্রায়ন প্রকল্পে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০টি গৃহহীন পরিবার