যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ,১২ লক্ষাধিক টাকার ক্ষতি
- প্রকাশিত সময় ০৮:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 83
শার্শা রিপোর্টার
প্রকাশিত: ০৮:১২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২২
যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজি নামের এক মাছ চাষির ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা।
বিষ প্রয়োগের ফলে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান আহম্মদ আলী। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামে। এব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিত ভাবে অবহতি করা হয়েছে। জানাগেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবত মাছ চাষ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়।
এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ মেরে দেব। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফ সহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের মাছ মেরে ফেলে।
এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। জাকির প্রভাবশালী হওয়ায় সমাজ প্রতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি আহম্মদ আলী। এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেল শিক্ষার্থী
রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩০টি গৃহহীন পরিবার বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ যাত্রী নিহত ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু শাহজাদপুর আশ্রায়ন প্রকল্পে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি